আমার আকাশে দেখি চাঁদ নেই,
আছো তুমি।
আমার বুকে দেখি হৃদয় নেই,
আছো তুমি।
আমার চক্ষুর অন্তর্লীনে মনি নেই,
আছো তুমি।
আমার দেহের সবটাজুড়ে অস্তিত্ব নেই,
আছো তুমি।
আমার গানের শব্দজুড়ে স্বর নেই,
আছো তুমি।
প্রকৃতির অস্থিমজ্জায় সৌন্দর্য নাই,
আছো তুমি।
ঘাসের চোখে শিশির নেই,
আছো তুমি।
জগতের সবটাজুড়ে ছেয়ে আছো...
Saturday, 7 November 2020
Friday, 6 November 2020
জন্মদিন- শম্ভুনাথ চট্টোপাধ্যায়
সুদূর বিদেশে থাকে, এমনি বন্ধুর মতো চেনা হাসিমুখে
সময়ের ট্রেন থেকে নেমে আসে কার্তিকের একটি সকাল --
বাঁশের নির্জন সাঁকো পার হয়ে এদিক ওদিক
চেয়ে দেখে, তারপর
রৌদ্র-ছায়া-নকশাকাটা উঠোনে দাঁড়িয়ে সে আমার
কুশল জিজ্ঞাসা করে ।
তাকে দেখে বারান্দায় পাখি নাচে, কাঠের পুতুল
হাতে নিয়ে শৈশবের স্মৃতিগুলি দরোজায় ভিড়...