অজস্র জন্ম ধ'রে আমি তোমার দিকে আসছি; কিন্তু পৌঁছোতে পারছি না। তোমার দিকে আসতে আসতে আমার এক-একটি দীর্ঘ জীবনক্ষয় হয়ে যায় পাঁচ পয়সার মোমবাতির মতো।আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিলো শুধু তোমার স্বপ্ন দেখে দেখে।এক জন্ম আমি শুধু তোমার স্বপ্ন দেখেছি।আমার দুঃখ তোমার স্বপ্ন দেখার জন্যে আমি মাত্র একটি জন্ম...