Thursday, 25 March 2021

অভিশাপ- প্রভাত সাহা

যে ভাবেই জানি না কেন তোকে
পরিশেষে মনে হবে
যেভাবে জানা উচিত
তোকে জানিনি কখনও

যে ভাবেই চাই না কেন তোকে
প্রাপ্তির শেষে মনে হবে
যে ভাবে চাওয়া উচিত
তোকে চাইনি কখনও

চির-অসম্পূর্ণতার এই অভিশাপটুকুই
সুন্দরের বন্ধন

অপরিসীম মুক্তির বেদনা।

(প্রকাশিত : আত্মপ্রকাশ, বিশেষ কবিতা সংখ্যা, ২০১৪)

0 comments:

Post a Comment