Monday, 13 June 2022

অণুকাব্য- ক

যে দীর্ঘশ্বাস সেই মেয়েটার বুক জুড়ে
তারই শাপে সেই ছেলেটার সুখ পোড়ে
মেয়ের দুচোখ ছাঁপিয়ে ঝরে যত জল
তার পরিণাম ছেলের বুকের হোমানল।

0 comments:

Post a Comment