যে তোমাকে ছাড়তে প্রস্তুত কিন্তু তবুও
তোমার জন্য নিজেকে একটুও
শোধরাতে রাজি নয় , বুঝে নিও সে
তোমাকে কোনো দিন ভালই বাসে
নি.........
Sunday, 5 July 2015
পৃথিবীর প্রত্যেকটি মানুষই by born special. কেউ কারো চেয়ে কম কিছু নয় |
But the matter is some people can discover their speciality and some people can't do it. . .
But the matter is some people can discover their speciality and some people can't do it. . .
মেঘ ঝরে ঝরে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে,
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়.
ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালোবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়.
ইচ্ছে হলে ভালোবাসিস
না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ
গাঙচিল....
কখনও কথা হয়নি শুধু দূর থেকে দেখা হয়েছে অথবা তা ও হয়নি ,
এমন মানুষের জন্যেও মনের মধ্যে তীব্রতর ভালবাসা থাকতে পারে . . .
এমন মানুষের জন্যেও মনের মধ্যে তীব্রতর ভালবাসা থাকতে পারে . . .
গভীর ভাবে ভালবাসতে পারার মধ্যে সার্থকতা আছে , পরাজয় নেই |
গভীর ভাবে ভালবেসে ঠকে যাওয়ার ক্ষেত্রেও অনুরূপ. . .
গভীর ভাবে ভালবেসে ঠকে যাওয়ার ক্ষেত্রেও অনুরূপ. . .
তীব্র অনুভূতিপ্রবণ মানুষদের কষ্টের মাত্রা সবচেয়ে বেশী|
অসঙ্গতি গুলো খুব ভাল করে অনুভব করতে পারে বলে আর প্রবল বোধ শক্তি আছে বলে .
অসঙ্গতি গুলো খুব ভাল করে অনুভব করতে পারে বলে আর প্রবল বোধ শক্তি আছে বলে .
আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি
আমি ভালবাসার যন্ত্রণা কেই অধিক ভালবাসি.....
আমায় ধরে বেঁধে রাখে এমন সে নীড় কই
আমার জলছবিতে রং মেলাবে এমন আবির কই
যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা....
অণুকাব্য-৫
কারো কাছে একটু মুখ্য হতে ইচ্ছে করে....
খুব ইচ্ছে করে..
গৌণ হয়ে অনেক দিন তো বাঁচা হল.....
নিবিড় মৌন প্রার্থনায়ও
এই চাওয়া টা চাইতে গিয়ে
এক শ্রাবণের সবটুকু জল
দুচোখ বেয়ে যাচ্ছে ঝরে......
তুমি না লেখা কোন কবিতার যেন অনেক বলা কথা
তুমি দগ্ধ দিনের পরে নীল রাতের নীরবতা
তুমি না পাওয়া যন্ত্রণা আজ আমার গেছে সয়ে
তুমি এসেই চলে গেছ শুধু ভোরের স্বপ্ন হয়ে
আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত
আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রং
ছুঁয়ে জোছনার ছায়া