না চাইলেই দেখবেন দেয়ার জন্যে ব্যকুল | আপনি যাকে সাধবেন সে আপনার হবে না | আর যাকে হেলায় হারাবেন সে সর্বস্ব দিতে রাজি থাকবে...
Wednesday, 8 July 2015
কত আশা ছিল কত ছিল যে গান
কত হাসি ছিল কত অভিমান
সূর্য জ্বলা এই সকাল আমার
আধারেই সবই গেল ঢাকি......
কেন আশা বেঁধে রাখি.
বলে কয়ে আসলে যাওয়া যায় না | যে সত্যিই যেতে চায় সে কখনও বলে যাবে না "আমি কিন্তু যাচ্ছি" | যেতে ইচ্ছুক যে সে নিভৃতে দূরত্ব বাড়াবে.
কিছু মানুষের কথা শুনে যুক্তি বলে মিথ্যে বলছে কিন্তু মন বলে সত্য বলছে | মানে মিথ্যে বলছে জেনেও মন সত্যি বলে ভাবতে চায়, ভাবতে ইচ্ছে করে | আর ভেবেই মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা করে
কেউ একজন থাকতে হয়
খুব করে ভালবাসবার কেউ একজন থাকতে হয়
পাগলামিগুলো সহ্য করার কেউ একজন থাকতে হয়.
রাগ কিংবা অভিমান করে হাঁটা শুরু করলে
সামনে এসে পথ রোধ করবার কেউ একজন থাকতে হয়
কিংবা পেছন থেকে হাত টেনে ধরবার কেউ একজন থাকতে হয়
অভিমানী অনুযোগ গুলো শুনবার কেউ একজন থাকতে হয়
ছেলেমানুষী আবদার গুলো মেটাবার জন্য কেউ একজন থাকতে হয়
রাগ কিংবা অভিমান করে হাঁটা শুরু করলে
সামনে এসে পথ রোধ করবার কেউ একজন থাকতে হয়
কিংবা পেছন থেকে হাত টেনে ধরবার কেউ একজন থাকতে হয়
অভিমানী অনুযোগ গুলো শুনবার কেউ একজন থাকতে হয়
ছেলেমানুষী আবদার গুলো মেটাবার জন্য কেউ একজন থাকতে হয়
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি,
করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত.
আমাকে তুমি ভালবাসনা বলে
দুঃখ আমি অবশ্যই পাই
কিন্তু তাতে বিষাদ ই শুধু আছে
এছাড়া কোনো যাতনা জ্বালা নাই..
দুঃখ আমি অবশ্যই পাই
কিন্তু তাতে বিষাদ ই শুধু আছে
এছাড়া কোনো যাতনা জ্বালা নাই..
Cute but Meaningful eye contacting ব্যপারটা খুব অসাধারণ একটা art আমার কাছে |
একটা অসাধারণ অনূভূতিও |
মানুষের সমস্ত অনুভূতি তার চোখে লেখা থাকে |
আবেগ, ভালবাসা, মমতা ......
আর কেউ একজন সেই নিঃশব্দ অনুভূতিগুলোকে ঠিক ততোটাই আবেগ দিয়ে, ভীষণ ভালবাসায় ,
আকাশ অসীম মমতা নিয়ে চোখে চোখ রেখে বুঝে নিচ্ছে...
কি অপূর্ব সুন্দর ......
"কি অদ্ভুত অবস্থা ! ভালবাসা নিয়ে একজন স্পর্শ করছে | অন্যজন সেই স্পর্শ ফিরিয়ে দিতে পারছে না |"
-হুমায়ুন আহমেদ
(কবি
)
অণুকাব্য-১০
তোমার যখন নিদ্রা ভাঙে ,
সব ভুলে যাও তুমি
একলা আমি প্রখর রোদে
তপ্ত মরুভূমি...
গত জন্মের যত কথা
এ জন্মে যাও ভুলে
জাতিস্মর এই আমি
ভাসছি অকূলে
অণুকাব্য-৯
আমি তোমার কে হই বলো
আমি তোমার কে?
তাহার কাছেই যাও ফিরে যাও
তোমার আপন যে