Wednesday, 8 July 2015

কাউকে খুব করে ভালবেসে বিনিময়ে তার কাছ থেকেও ভালবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা টা মানুষের সহজাত প্রবণতা | 
আর তা না পাওয়া টা হচ্ছে চিরন্তন বাস্তবতা..

কিছু কিছু মানুষের কাছে ভালবাসা নেহায়েৎ
একটা অপ্রয়োজনীয়, অহেতুক, তুচ্ছব্যাপার | 

ভালবাসা ছাড়াও এরা দিব্যি বেঁচে থাকতে পারে|
এমনকি কারো প্রচন্ড ঘৃণা নিয়ে ও......
বলিহারি এদের | ঈশ্বর এদের মঙ্গল করুন 

মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে | আর তখন খুব সামান্য সময়ের জন্যে কখনও কখনও মনে হয় একটা স্নেহপূর্ণ কাঁধ খুব প্রয়োজন মাথাটা একটু এলিয়ে দেবার জন্যে | তীব্র ইচ্ছে হয়.......
কিন্তু পর মুহূর্তেই নিজেকে বলি অন্যের কাঁধের জন্যে অপেক্ষা নয় , নিজের কাঁধটাকে আরো শক্ত কর | 

আরো যে অনেক ভার বইতে হবে

অণুকাব্য-১৪


এই যদি হয়, এত পরিচয়
থাকেনা তোমার স্মরণে
এত অভিমান, এত ব্যথা গান
ছোঁয় না তোমার হৃদকোণে
তবে চলে যাও , দূরে সরে যাও
এসো না আর এই পথে
নেই অভিযোগ, বিষাদী অনুযোগ
ভালই থাকব কোন মতে

ভীষণ রকম মন খারাপ হলে কিংবা অস্থির
লাগলে আমার মাইলের পর মাইল
লক্ষ্যহীন হেঁটে যেতে ইচ্ছে করে ,
নিশিতে পাওয়া মানুষের মত |
সেটা হতে পারে সুনসান পথ
কিংবা হাজার মানুষের ভীড়..

বেঁচে থাকো | টিল ইওর লাস্ট ব্রেথ.... বেঁচে থাকার মত বেঁচে থাকো | মরে যাবার অনেক আগেই মরে যেও না | 
তোমার কাউকে দরকার না ই পড়তে পারে কিন্তু কারও হয়ত তোমাকে ভীষণ দরকার হতে পারে বেঁচে থাকবার জন্য..... 

ঈশ্বর হয়ত সে জন্যই তোমায় নিশ্বাস নিতে দেবার কৃপাটুকু করছেন

অণুকাব্য-১২


চোখের মায়ায় দৃষ্টির অতল তলে,
বিষণ্ণতা ভাসছে গভীর জলে
কখনও যদি মিলিয়ে অবসর,
রাখতে দু'চোখ ঐ দু'চোখের পর
দেখতে সে চোখ তোমার কথা বলে..

ভীষণ রকম দুঃখ , কষ্ট , অস্থিরতার মধ্যে কারো কাছে যেতে নেই... নিজের যন্ত্রণা নিজেই উপশম করা শ্রেয়

অতটা আপন কখনও কাউকে ভেবোনা যতটা ভাবলে কোনোদিন সে পর হয়ে গেলে মরে যেতে ইচ্ছে করবে..

অণুকাব্য-১১


দূর আলাপনীতে
যখন তোমায় খুঁজে যাই
তুমি অবহেলা কর আমায়
আমি যা বোঝার বুঝে যাই
স্বপ্নের এমন মাশুল
দিতে হবে বল জানত কে
আমি বিষাদে আমায় ভাসাই
ফের ভালবাসি তোমাকে

রাগ কিংবা অভিমান করে হাঁটা শুরু করলে সামনে এসে পথ রোধ করবার কেউ একজন থাকতে হয় | 
কিংবা পেছন থেকে হাত টেনে ধরবার.....