Sunday, 23 August 2015

খুব বেশী অন্যায় করে চলে গেলেও
ভালবাসার মানুষ টিকে ভাল না বেসে
পারিনা আমরা।
এত এত ভালবাসা হঠাৎ করে উধাও করে
দিলে কি পরিমাণ যে ফাঁকা ফাঁকা লাগে
তা শব্দ দিয়ে বোঝানোর সাধ্যই নেই
আমাদের।
শুধু হৃদয় দিয়ে আর নি:শ্বাস নেবার সময় অনুভূত হওয়া তীব্র কষ্ট টা দিয়ে নিজে কিছুটা
আন্দাজ করতে পারি।
সে যে জায়গা টুকু জুড়ে ছিল সেখান
থেকে সে চলে গিয়েও কি করে কি করে যেন
থেকে যায়। চাইলেও সরানো যায় না।
আর গেলেও ঐ যে ভাল না বেসে পারি না আমরা।
এই বদ অভ্যেসের কারণে হৃদয়ের শূন্যস্থান,
আরো বেশী ভালবেসে পূর্ণ
করি, আরো বেশী অনুভব করে হৃৎপিন্ডের ক্ষতটাকে বাড়াতে থাকি...

Monday, 17 August 2015

মন খারাপ থাকলে খুব প্রিয় কারও কথা মনে পড়বে। কিন্তু দেখবেন ভাল থাকলে আরো বেশী করে মনে পড়বে.....

Sunday, 16 August 2015

কাউকে ভালবাসা আর অহেতুক পাগলামি দেখানো এক জিনিস না।
ভালবাসলে সময়মত পাগলামি এমনিতেই চলে আসবে, কিন্তু আপনার জন্য কেউ পাগল হওয়া মানেই যে সে আপনাকে খুব ভালবাসে তা
কিন্তু না...

Wednesday, 12 August 2015

অঝোর ধারায় কাঁদবার সময় সান্ত্বনা না দিয়ে,
অসীম মমতা ভরা চোখে চুপচাপ সে কান্না দেখবার কেউ একজন থাকতে হয়।
মুখে কিছুই না বলে, শুধু শক্ত করে হাতটা ধরে
"আমি আছি তো" এটা বোঝানোর জন্য কেউ একজন থাকতে হয়....

Saturday, 8 August 2015

প্রচন্ড বাঁদরামো করলে কপট রাগ
দেখিয়ে পরক্ষণেই প্রশ্রয়ের হাসি
হাসবার কেউ একজন থাকতে হয়।
দুষ্টুমি করে মাফ চাইতে গেলে মুচকি
হেসে, কানটা আলতো করে টেনে
দেবার কেউ একজন থাকতে হয়....

Monday, 3 August 2015

আপনার চোখের পানি যাকে
কাঁদানো তো দূরে থাক খানিক
বিচলিত ও করবেনা তার জন্য আপনি
অঝোরে কাঁদবেন।
আর আপনার সামান্য মন খারাপও যার
সবকিছু এলোমেলো হবার কারণ তাকে
আপনি কোনদিন লক্ষ্যই করবেন না।

Sunday, 2 August 2015


পাগলা কুকুরে কামড় দিলে জলাতঙ্ক
বলে একটা রোগ হয়।
রোগী পানি দেখলেই চ্যাঁচায়।
কি আচানক!! কামড় দেয় কুকুরে কিন্তু
রোগী ভয় পায় পানি।
তেমনি আরো একটা রোগ আছে
লাভোফোবিয়া।
এই রোগে ছ্যাঁকা দেয় একজনে কিন্তু
বেচারা ভুক্তভোগী ফের
ভালবাসতে ভয় পায় দুনিয়ার
সবাইকেই...

Saturday, 1 August 2015

যারা কাউকে খুব করে ভালবাসতে
জানে, বেশীরভাগ মানুষ ই সেই মানুষ
গুলারে ঘোল খাওয়াতে ভাল বাসে,
আনন্দ পায়।
খুব বেশিই পায়...
"আমার জন্য কেউ পাগল' এই জিনিসটা
দেখতে সবারই মজা লাগে খুব।
এই সব পাগল নাচানোর লোভ
অধিকাংশ মানুষই সামলাতে
পারেনা...

আজ তোমারে দেখতে এলেম
অনেক দিনের পরে,
ভয় করো না, সুখে থাকো,
বেশীক্ষণ থাকবো নাকো,
এসেছি দণ্ড দুয়ের তরে।।
দেখবো শুধু মুখখানি,
শুনাও যদি শুনবো বানী,
না হয় যাবো আড়াল থেকে
হাসি দেখে দেশান্তরে।

-রবীন্দ্রনাথ

অব্যক্ত আকুতি নিয়ে আঙ্গুলগুলো
দুহাতের মুঠোয় পুরে, চুপচাপ বসে
থাকবার কেউ একজন থাকতে হয়।
সমুদ্র গভীর ভালবাসায় জল টলমল চোখ
নিয়ে, চোখে চোখ রাখবার কেউ
একজন থাকতে হয়.....

কিছু কিছু মানুষ একান্তই আমার
জেনেও তাদের কাছ থেকে দূরে
থাকতে ইচ্ছে করে,
কিছু জিনিস চাইলেই পাব জেনেও
নিতে ইচ্ছে করেনা।

অণুকাব্য-২৩

চোখে ভাসে তোর সেই হাসি মুখ
আমি মাঝ পথে যাই থমকে
বেখেয়ালি মন ফেরে খেয়ালে
তাই হঠাৎ উঠি চমকে
থাকি নির্বাক খুব নিশ্চুপ
শুধু চিন্তার ঝড় মগজে
আমি বুঝে যাই এই জন্মে
তোকে হবে না ভোলা সহজে

মানুষের কস্টের পরিমাণ তার
ভালবাসার পরিমাণের সমানুপাত
হয়...
যত খানি ভালবাসা তত খানি কস্ট।
কস্ট মোটেও না হলে ভালবাসাও
তেমনই ছিল...