Sunday, 23 August 2015

খুব বেশী অন্যায় করে চলে গেলেও
ভালবাসার মানুষ টিকে ভাল না বেসে
পারিনা আমরা।
এত এত ভালবাসা হঠাৎ করে উধাও করে
দিলে কি পরিমাণ যে ফাঁকা ফাঁকা লাগে
তা শব্দ দিয়ে বোঝানোর সাধ্যই নেই
আমাদের।
শুধু হৃদয় দিয়ে আর নি:শ্বাস নেবার সময় অনুভূত হওয়া তীব্র কষ্ট টা দিয়ে নিজে কিছুটা
আন্দাজ করতে পারি।
সে যে জায়গা টুকু জুড়ে ছিল সেখান
থেকে সে চলে গিয়েও কি করে কি করে যেন
থেকে যায়। চাইলেও সরানো যায় না।
আর গেলেও ঐ যে ভাল না বেসে পারি না আমরা।
এই বদ অভ্যেসের কারণে হৃদয়ের শূন্যস্থান,
আরো বেশী ভালবেসে পূর্ণ
করি, আরো বেশী অনুভব করে হৃৎপিন্ডের ক্ষতটাকে বাড়াতে থাকি...

1 comment:

  1. এই বদ অভ্যেসের কারণে হৃদয়ের শূন্যস্থান,
    আরো বেশী ভালবেসে পূর্ণ
    করি, আরো বেশী অনুভব করে হৃৎপিন্ডের ক্ষত বাড়াতে থাকি...

    ReplyDelete