Thursday, 27 August 2015

ভালো থেকো

আমি তোমার সামনে হাঁটু মুড়েই বসি,
আমার মাথা অবনতই থাক।
ঘৃণায় অথবা অলস অনিচ্ছায়...
একটাও কথা না বলে,
কিছুক্ষণ চুপচাপ বসে থাকি।
অপ্রকাশিত সহস্র অভিযোগ
ভেতরেই জমা থাকুক
অনেক দিনের ক্লান্ত চোখ
অশ্রু আড়ালে রাখুক।
অভিমানে নয়, সহজাত অভ্যেসে।
শেষ মুহুর্তে একবার শুধু মুখ তুলে তাকানো,
নিমেষ তরে এক টুকরো নির্লিপ্ত হাসি...
উঠে আসবার সময় কিছু না বলেও,
চোখে চোখ রেখে জানিয়ে দেয়া -
"ভাল থেকো"

0 comments:

Post a Comment