Sunday, 23 August 2015

অন্ধকার ভয় পেয়ে চোখ বন্ধ করে
ফেললে তাতে আলো আসবেনা
কখনই....
বরং চোখ মেলে রাখুন, ধীরে ধীরে
অন্ধকারটা সয়ে এলে আবছা হলেও
অনেকটা দেখতে পাবেন....
তেমনি খুব কাছের কেউ হারিয়ে
গেলেই জীবন কে বিদায় জানানোয়
কোন গৌরব নেই।
বরং কাউকে ছাড়াই বাঁচবার চেষ্টা করুন,
এক সময় অভ্যেস হয়ে যাবে ধীরে
ধীরে...

0 comments:

Post a Comment