Saturday, 1 August 2015

অণুকাব্য-২৩

চোখে ভাসে তোর সেই হাসি মুখ
আমি মাঝ পথে যাই থমকে
বেখেয়ালি মন ফেরে খেয়ালে
তাই হঠাৎ উঠি চমকে
থাকি নির্বাক খুব নিশ্চুপ
শুধু চিন্তার ঝড় মগজে
আমি বুঝে যাই এই জন্মে
তোকে হবে না ভোলা সহজে

0 comments:

Post a Comment