Monday, 14 September 2015

ইচ্ছে মতন সাধ মিটিয়ে ভালবাসবার কেউ একজন থাকতে হয়..
কারো সব টুকু দায়িত্ব আর যত্নের ভার তৃপ্তি সহকারে নেয়া যাবে এমন যোগ্যতম কেউ একজন থাকতে হয়....

আপনি যার কোত্থাও নেই, যার কাছে আপনার জন্য কোন স্থান ও খালি নেই সেখানে থাকার জন্য আপনি ব্যকুল হয়ে থাকবেন
যে কিনা আপনাকে রাখার জন্য ব্যকুল, আপনাকে ছাড়া যে স্থান শূন্য সেখানে আপনি থাকতে চাইবেন না,

আমার একটা নৌকো হবে কোন একদিন।
ছইবিহীন ছোট্ট ডিঙি নৌকো।
জোৎস্নায় নয়,
উহুম, কুয়াশার ভোরেও নয়...
আমি নৌকোয়  পাড়ি দেব ঘোর বর্ষায়...
অঝোর ধারায় ভিজতে ভিজতে

Sunday, 13 September 2015

পৃথিবীর একটা মাত্র মানুষের কাছেই আপনি স্বেচ্ছায় অসহায়,
যাকে আপনি খুব ভালবাসেন....

একদিন কোথাও যাবো না,
শূন্যস্থানে তুমি কিংবা অন্য কেউ বসে থেকে
বাড়াবে বয়স;
একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে
পূর্ণিমার রাত্রে মরে যাব।
একদিন সারাদিন কোথাও যাব না।
- নির্মলেন্দু গুণ
( পূর্ণিমার মধ্যে মৃত্যু )

Friday, 11 September 2015

Thursday, 10 September 2015

যে বীণা তোমার পায়ের কাছে
বুকভরা সুর লয়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক হরষে—
আকাশেবাতাসে তার সুরের সুরভী!!
ফুলের জলসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায়
তন্দ্রা পাওয়ায়
তব ম্লান ছবি!!
নীরব কেন কবি?
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া
অভিমানে রাতে গোলাপ হায় কাঁদে
তাহারই কি কামনা উদাস এ প্রাতে?
ফিরে সে আসিবেনা, ভোল তাহারে,
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে
অস্ত চাঁদের
বাসনা ভোলাতে
অরুণ অনুরাগে
উদিল রবি!!

যে মানুষ ভেতরে যত বেশি কোমল আর আবেগপ্রবণ, সে বাহিরে তত কাঠিন্য আর দৃঢ়তার আবরণ রাখে...
অগভীর মন আর অনুভূতির মানুষগুলোই
বাহিরে মাত্রাতিরিক্ত আবেগের
খোলস তৈরি করে, আর সেই খোলসের আড়ালে অভিনয় করতে থাকে সমস্তটা উজার করা শুদ্ধতম ভালবাসার।

Samantha, you're all
I'll ever adore
So forgive me, do
If I say to you
What I've said so often before

I love you, Samantha
And my love will never die
Remember, Samantha
I'm a one-gal guy

Together, Samantha
We could ride a star and ride it high
Remember, Samantha
I'm a one-gal guy

And if some distant day
You decided to say
Get along, go away, goodbye
Remember, Samantha

I'm a one-gal guy
Remember, Samantha

Wednesday, 9 September 2015

হাতখানা রাখো ঠিক কপালের 'পরে
বিশ্বাস করো করিনা ছলনা কোনো,
পুড়ছে শরীর অতিলৌকিক জ্বরে
পাষাণ জড়তা ঝেড়ে ফেলে দাও, শোনো:

স্পর্শের চে' পবিত্র কিছু নেই
প্রকৃতির এই পূর্ণ পরিধি জুড়ে
প্রত্যেকে চায় ছুঁতে হোক যেভাবেই
প্রজাপতি আসে ফুলের শরীরে উড়ে।

জল ছুঁয়ে যায় তীরের চিবুজ,  চিল
বাতাসে ডানার ছোঁয়া রেখে ভাসে নীলে।
থেকো না হৃদয়-দরোজায় এঁটে খিল,
ছোঁয়া দিতে দাও তোমার ঠোঁটের তিলে।

ডানা ঝাপ্টায় পাখিটি বুকের ঘরে,
পুড়ে যায় তনু অতিলৌকিক জ্বরে।।
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
( খুঁটিনাটি খুনশুটি ২)

বেদনার রঙ দিয়ে আমি যারে আঁকি
হৃদয়ের রক্ত দিয়ে অামি যারে অাঁকি
আমার কষ্ট দিয়ে,
আমার স্বপ্ন দিয়ে যে আমার নিভৃত নির্মাণ
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
( হে আমার বিষন্ন সুন্দর)

চলে যাওয়া মানেই প্রস্থান নয়- বিচ্ছেদ নয়,
চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী।
চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে
আমার না থাকা জুড়ে।
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
(পশ্চাতে হলুদ বাড়ি পঞ্চাশ লালবাগ)

যদি তোমাদের অনেক শব্দ
আমার জানালায়
এলোমেলো আনন্দের স্পর্শে
আঙুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়।
সারা বেলা বন্ধ জানালা.....

Miles and miles of empty space in between us
A telephone can't take place of your smile
Its not easy when the road is your driver
Honey, that's a heavy load that we bear...