হাতখানা রাখো ঠিক কপালের 'পরে
বিশ্বাস করো করিনা ছলনা কোনো,
পুড়ছে শরীর অতিলৌকিক জ্বরে
পাষাণ জড়তা ঝেড়ে ফেলে দাও, শোনো:
স্পর্শের চে' পবিত্র কিছু নেই
প্রকৃতির এই পূর্ণ পরিধি জুড়ে
প্রত্যেকে চায় ছুঁতে হোক যেভাবেই
প্রজাপতি আসে ফুলের শরীরে উড়ে।
জল ছুঁয়ে যায় তীরের চিবুজ, চিল
বাতাসে ডানার ছোঁয়া রেখে ভাসে নীলে।
থেকো না হৃদয়-দরোজায় এঁটে খিল,
ছোঁয়া দিতে দাও তোমার ঠোঁটের তিলে।
ডানা ঝাপ্টায় পাখিটি বুকের ঘরে,
পুড়ে যায় তনু অতিলৌকিক জ্বরে।।
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
( খুঁটিনাটি খুনশুটি ২)
0 comments:
Post a Comment