Wednesday, 23 September 2015

আমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে " পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? "
আমি উত্তর দেব "বিশ্বাস"।  হ্যাঁ, অন্য জাগতিক কোন কিচ্ছু নয়। এমনকি অপার্থিব ভালবাসাও নয়। আমি বিশ্বাসের পেছনে ছুটতে রাজি।
কারো ভালবাসা পাবার জন্য,  অর্জিত ভালবাসা ধরে রাখার জন্য যথেষ্ট দায়িত্ববান আমি নাও হতে পারি, কিন্তু অর্জিত বিশ্বাস অটুট রাখবার জন্য আমি ততটুকু সৎ হতে পারব, যতটা একজন মানুষকে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে হতে হবে।
আমি ভালবাসা হারাতেও রাজি, কিন্তু আমার প্রতি কারো বিশ্বাস টুকুকে নয়।

0 comments:

Post a Comment