Tuesday, 8 September 2015

জানতে ইচ্ছা করে না এই ব্যপারটা এক রকম
আর জানতে ইচ্ছা করে কিন্তু কিছুতেই
জিজ্ঞেস করতে পারিনা এইটা আবার
পুরো আরেক রকম... এক নয় মোটেই।
দুইটা সম্পূর্ণ আলাদা অনুভূতি।
যাদের দশা দ্বিতীয় অংশটার মত, তাদের
মত দুর্ভাগা খুব কম আছে।
কারণ এদের হয় উভয় সংকট। এরা ভালও
থাকতে পারেনা, ভাল যে নেই সেটা
প্রকাশ ও করতে পারেনা।

0 comments:

Post a Comment