Wednesday, 9 September 2015

চলে যাওয়া মানেই প্রস্থান নয়- বিচ্ছেদ নয়,
চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী।
চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে
আমার না থাকা জুড়ে।
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
(পশ্চাতে হলুদ বাড়ি পঞ্চাশ লালবাগ)

0 comments:

Post a Comment