Saturday, 26 September 2015

আসলে এমন একজন থাকতেই হয়, যে আপনাকে ভালবাসুক ছাই নাই বাসুক, অন্য কাউকেও বাসবে না। শুধু আপনার সাথে থেকে আপনি যে তাকে প্রচণ্ড রকম বাসেন এইটা হৃদয় দিয়ে বুঝবে, গালে হাত দিয়ে অবাক হয়ে দেখবে তার জন্য আপনার পাগলামিগুলো। মুখে এক চিলতে হাসি নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুয়ে যাবে তার, কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি।
আপনার এত ভালবাসার উৎস খুঁজে না পেয়ে শেষে মাথা চুলকে জিজ্ঞেস করবে, " এইইইই এত্ত এত্ত ভালবাস কি করে? "

0 comments:

Post a Comment