Saturday, 26 September 2015

"চোখ মনের আয়না" এই তত্ত্ব  বুঝি সবার বেলায় খাটে না। কিছু মানুষের চোখে এত এত মায়া অথচ হৃদয়ে তার চেয়েও বেশী নিষ্ঠুরতা পোষে।
অন্যদিকে কিছু মানুষ হৃদয়ের অসীম মমতা ঢাকতে গিয়ে চোখে কৃত্রিম নিষ্ঠুরতার মুখোশ এটে রাখে। এদের চোখ দেখে আপনি কোনদিন বুঝতেই পারবেন না যে এরা বুকের ভেতর কি পরিমাণ ভালবাসা আর মায়ার আবাদ করছে..

0 comments:

Post a Comment