সবাই রয়েছে, তবুও কি যেন নেই!
ঘরের আলো কি কোথাও একটু ফিকে?
ছড়ানো খাতায় দু'একটা কথা লেখা
একটি মলিন মুখ জানালার শিকে
- সেই গল্পটা
- আরণ্যক বস...
Thursday, 9 March 2017
Wednesday, 8 March 2017
Sunday, 5 March 2017
যাহারা পরমাত্মীয় তাহাদের
সঙ্গে সহজভাবের সম্বন্ধ দূর হইয়া গেলে, তাহাদিগকে পরের মত
অনায়াসে ফেলিয়া দেওয়া যায় না,
আবার প্রিয়জনের মতো অনায়াসে তাহাদিগকে গ্রহণ করা যায় না। তাহাদের সেই অত্যাজ্য আত্মীয়তা অহরহ ভাবের মতো বক্ষে চাপিয়া থাকে।
-চোখের বা...
অনেক মানুষ কে ভালবাসে এমন কাউকে
অনেক মানুষ ভালবাসে এমন কাউকে অনেক ভালবাসতে নেই।
এরা কেন্দ্রে থাকা নক্ষত্রের মত, চারপাশ ঘিরে হাজারও গ্রহ, উপগ্রহ।
না তাকে পুরোটা পাওয়া যায়,
না তার পুরোটা জুড়ে থাকা যায়।
গেলেও হঠাৎ করেই হারিয়ে যাবে এমন সম্ভাবনা থাকে, এবং তা সত্যিও হ...
মানুষ কেবলই অপাত্রে ভালবাসা ঢালে।
মানুষ কেবলই অপাত্রে ভালবাসা ঢালে।
অতখানি ভালবাসা একদলা মাটির পেছনে দিন, দেখবেন সেটাও কি সুন্দর একটা পাত্র হয়ে গেছে...
কিছু স্ট্যাটাস "public" হলেও,
কিছু স্ট্যাটাস "public" হলেও,
দেয়া হয় আসলে "একজন" কে বলার জন্য....
Tuesday, 28 February 2017
Wednesday, 22 February 2017
যে ভাবে বাঁচি
কখনো অকৃত্রিম ভাবে তুমুল হাসি,
তুখোড় রসিকতায় আশে পাশের
মানুষগুলোকেও শামিল করি হাসির মিছিলে।
.
কখনোবা হাসি-কান্না,
সুখ-দুঃখের মাঝামাঝি জায়গায় থেকে
নিঃশ্বাস আটকে নির্লিপ্ত মুখে
খাবার গিলি, ঘুমোই
সম্পন্ন করি দৈনন্দিন প্রতিটি কাজ।
.
অসহ্য যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে গেলে
আগল খুলে কাঁদি খুব,
টকটকে লাল...
Tuesday, 21 February 2017
ঈশ্বর যা করেন "ভালোর" জন্যই করেন,
ঈশ্বর যা করেন "ভালোর" জন্যই করেন, তবে একটু দেরিতে।
অল্প কিছু আগে করলেই, বোধহয় খারাপ অনেক কিছু এড়ানো যে...
Tuesday, 14 February 2017
বন পলাশের মত-আরণ্যক বসু
ভালবাসা মানে সকালের ট্রেনে ওঠা
ভালবাসা মানে জানালার ধারে সিট
ভালবাসা মানে অপরিচিতের হাসি
ভালবাসা মানে সম্পর্কের ভিত
কাছে থাকবার অন্তবিহীন ছল
দূরে হারালেই ডুবুরির মত খোঁজা
হাতের ছোঁয়ায় বিন্দু চোখের জলে
ভালবাসা মানে একে অপরকে বোঝা
কতবার হল অকারণে ছাড়াছাড়ি
তবুও মাটিতে দুজনের ঘরদোর
তুমি কাছে নেই কিন্তু...
Monday, 13 February 2017
অনুকাব্য- ২৮
পুরোনো বাসাটা বদলাতে চাই,
ভালবাসা পাওয়া যাচ্ছেনা তাই
শিফট ও করতে পারছিনা
আগের জায়গাটাও ছাড়ছি ন...