এই ব্লগের সকল লেখা আমার,যথোপযুক্ত কার্টেসী ব্যতীত কপি করা নিষেধ।
Sunday, 5 March 2017
যাহারা পরমাত্মীয় তাহাদের সঙ্গে সহজভাবের সম্বন্ধ দূর হইয়া গেলে, তাহাদিগকে পরের মত অনায়াসে ফেলিয়া দেওয়া যায় না, আবার প্রিয়জনের মতো অনায়াসে তাহাদিগকে গ্রহণ করা যায় না। তাহাদের সেই অত্যাজ্য আত্মীয়তা অহরহ ভাবের মতো বক্ষে চাপিয়া থাকে। -চোখের বালি
0 comments:
Post a Comment