Wednesday, 15 March 2017

যাহাকে ভালবাসি সে যদি না বাসে,
এমনকি ঘৃণা ও করে, তাও বোধ করি সহ্য
হয়। কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি
বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল
ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ।
পূর্বেরটা ব্যথাই দেয়; কিন্তু শেষেরটা
ব্যথাও দেয়, অপমানও করে।
- চরিত্রহীন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

0 comments:

Post a Comment