Tuesday, 3 October 2017

কেমন লাগে- পুলক অনিল

বুক পকেটেই থাকলো পড়ে কত্ত কী যে লিখেছিলাম,
দেখেও তোমার না দেখাতেই থাকতে একা শিখেছিলাম।
ভালো থেকো, ভালোয় থেকো যেমন তুমি ছিলে আগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!
তোমার রিক্সা যায় উড়ে রোজ
বুকে কাঁপন তুলে
আমার হৃদয় বাঁধা পড়ে
তোমার এলো চুলে!
চুলে হারাই, ভুলে হারাই, ভুলেরা রাত জাগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!
স্নানের ঘরে জলের তোড়ে
কান্নারা যায় মিশে,
কেউ দেখে না, কেউ জানে না
কষ্ট রাখি কিসে!
কষ্ট উড়াই, কষ্ট পুড়াই, দারুণ অনুরাগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!

Monday, 2 October 2017

মিলন গাঙ্গুলী

আইভরির মত বিবর্ণ এই শহরে আমরা হেঁটেছিলাম। পাশাপাশি।
সমুদ্রের নীলাভ রত্নের মত দামি স্মৃতি এখন সেটা
মরচে পরা সুখ দুঃখের কত কথা বলতাম ।
পথ হয়ে যেত স্বপ্নের মত ক্ষণস্থায়ী।
ভিক্ষুক, রুটিওয়ালা, সাধু সন্ত । আর কাঠ ফড়িঙের মত রিক্সা।
পরাজিত ল্যাম্পপোস্টের হলুদ আলোর নীচে দাঁড়িয়ে বলা হয়নি - ভালবাসি।

Tuesday, 8 August 2017

I have need of angels

I have need of angels.
Enough hell has swallowed me for too many years.
But finally understand this- I have burned up one hundred thousand human lives already, from the strength of my pain.

-Antonin Artaud , Lettres à Génica Athanasiou

Sunday, 16 July 2017

Monday, 10 July 2017

খুব বেশী মন খারাপ হলে কল্পনায় চলে যান

খুব বেশী মন খারাপ হলে কল্পনায় চলে যান।
ভেবে নিন পছন্দের মানুষটিরও মন খারাপ কিংবা আপনার ওপর অভিমান।
তার মাথাটা আপনার কাঁধে রেখে কিছুক্ষণ আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিন ।
হয়তবা দেখবেন কল্পনায় তার আর বাস্তবে আপনার, দুজনেরই মন ভাল হয়ে গেছে। 

কিছু মানুষ জীবনে বিষফোঁড়ার মত।

কিছু মানুষ জীবনে বিষফোঁড়ার মত।
থাকলে ব্যথা, ভেঙে ফেলে দিতে গেলে আরও ব্যথা। তবে ঐ ব্যথাটা সহ্য করে একবার যদি ফেলে দেয়া যায় তবে চিরতরে আরাম...  নতুন করে আর না গজানো পর্যন্ত।