দুই ধরনের মানুষকে আমি নিজে থেকে ছেড়ে চলে আসি কিংবা আমাকে ছেড়ে যেতে দেই বা নিজেই যেতে বলি -
.
১. যাদের লাইফে আমি সবসময় থাকতে পারবনা।
.
২. যারা আমার লাইফে সব সময় থাকবেনা ।
Friday, 6 January 2017
কোন "একজন" ভালবাসেনি বলে মরে যাবার কথা না ভেবে,
বরং কেউ না কেউ একজন ভাল না বাসা অব্দি বেঁচে থাকবার পণ করা উচিত...
পৃথিবীতে "তুমি" ই একমাত্র মানুষ নয় যার ওপর কোন রকমের কোন অধিকার নেই।
অথচ আর সবার বেলায় কিচ্ছুটি মনে না হলেও ঐ এক "তুমি" এর বেলায় কষ্টে হৃদস্পন্দনের বারোটা বেজে তেরোটার কাটা ঝুলতে থাকে...
প্রত্যেকটা মানুষের হৃদয় একেকটা ভালবাসার সমুদ্র, শুধু সেই শান্ত সমুদ্রে ঝড় তুলবার কেউ একজন থাকতে হয়...
Wednesday, 4 January 2017
Sunday, 1 January 2017
চোখের পাতায় জোনাকির মত আগুনের ফুলকি নেচে বেড়ায় যার সে ঘুমুবে কী করে!
আর চোখ খুলতেই যার মুখ সে মাধবীলতা
আমি যাকে ভালবাসিনা সে যদি আমাকে খুব বাসেও তবুও সে আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ কেউ হবেনা, এটাই স্বাভাবিক। খুবই স্বাভাবিক।
আর এই কথাটা সেই ব্যক্তিও কিন্তু বোঝে। কিন্তু হঠাৎ হঠাৎ ভাল ব্যবহার করে, তাকে মিসগাইডেড & কনফিউজড করাটা ভীষণ অপরাধ। যাকে দেব না, তাকে চাইতে শেখাব কেন?
.
সে তো আমার কাছে কখনই মেজর প্রায়োরিটি পাবেনা, বরং আমি যাকে বাসি সে-ই পাবে সেটাই নিয়ম। আমার ইচ্ছে হলেই তাকে আমি খেয়াল খুশী মত এড়িয়ে যেতে যখন পারব, তখন তাকে কোনভাবেই আমার সাথে এটাচড করবার অধিকার কিন্তু আমার নেই।
যদি কোনভাবে লিংকড থাকেও তবে তার সাথে প্রতি মুহুর্তের আচরনটা সৎ হওয়া উচিত। তার জন্য যে স্পেশাল কিছুই অনুভব করিনা সেই সত্যিটাই তাকে বুঝতে দেয়া উচিত। একই রকমের বিহ্যাভ কন্টিনিউ করা উচিৎ। এই ভাল, এই খারাপ- উহুম, কেন?
.
আমার রাগ, অভিমান তার কাছে যতটা গুরুত্ব পায়, তারটা আমার কাছে পাবেনা সেটা তাকে ভদ্রভাবে সরাসরি বুঝিয়ে দেয়া আমার কর্তব্য।
আমার খামখেয়ালী মন হঠাৎ তাকে বাঁধবার আশ্বাস দেবে আবার ভাল না লাগলেই অপমান করবে, যতক্ষণ মতি ফিরবেনা ততক্ষণ যোগাযোগ বন্ধ রাখবে এবং এই পুরো ঘটনাটাই বৃত্তের মত রিপিট করতে থাকবে এইটা তো acceptable না।
.
আর সবচেয়ে ভাল হয় তাকে একলা বাঁচতে শিখতে দেয়া। আমি তো আর থাকার মত করে তার সাথে কখনও থাকবনা। শুধু শুধু জড়িয়ে কষ্ট দেয়া কেন?
তাকে আমার নিজে থেকেই যেতে দেয়া উচিত। সে হয়ত অন্য কোথাও Belong করে। ভুল করে আমার ঠিকানায় চলে এসেছে।
.
আমি কাউকে ভালবাসিনা সেটা আমার অপরাধ না, কিন্তু তাকে ধরা-ছাড়ার মাঝখানে ঝুলিয়ে রাখার দায়টা অবশ্যই আমার এবং এটা অন্যায়। সে আমার ভালবাসাটা না হয় ডিজার্ভ করেনা, কিন্তু সর্বদা ভাল ব্যবহারটা তো ডিজার্ভ করে। আর যদি এটুকুও না পায়, তো রূঢ় আচরণও ডিজার্ভ করেনা....
আহা.. ভালোবেসে না-কেঁদে
কে পারে।
তবুও সিঁড়ির পথে
তুলে দিয়ে অন্ধকারে যখন গেলাম চলে চুপে
তুমিও দেখনি ফিরে-তুমিও ডাকনি আর-আমিও খুঁজি নি অন্ধকারে
- জীবনানন্দ দাশ
Saturday, 31 December 2016
প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি ছোটখাটো বাধার দ্বারা মধুর। লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা, এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মত রঙিন; তাহা মধ্যাহ্নের মত সুস্পষ্ট, অনাবৃত এবং বর্ণচ্ছটাবিহীন নহে।
- দর্পহরণ
স্বভাব এতই চাপা যে, হৃদয়ের কোন বেদনা প্রকাশ করিতে চাহেনা।
যাহাদের প্রকৃতি এইরূপ তাহাদের ভালোবাসা সুগভীর এবং বেদনাও অত্যন্ত বেশী।
- নষ্টনীড়