Wednesday, 24 May 2017

"তাকে" দেখাটা চোখের শান্তি।

কিছু মানুষ কখনও সামনে গিয়ে দাঁড়ায় না, চোখে চোখ রাখেনা, জীবনে কোন শব্দও বলেনা একবারও।
শুধু দূর থেকে দেখে যায়।
এদের কাছে, "তাকে" দেখাটা চোখের শান্তি।

Saturday, 18 March 2017

আমি চাই আমার সাথে ঠিক এমন একটা মানুষের দেখা হোক,
যার অন্তত ভালবাসবার ক্ষমতাটা আমার সমান,
অন্তত অভিমান ভাঙানোর সামর্থ্যটা ঠিক আমার মত...

Wednesday, 15 March 2017

যাহাকে ভালবাসি সে যদি না বাসে,
এমনকি ঘৃণা ও করে, তাও বোধ করি সহ্য
হয়। কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি
বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল
ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ।
পূর্বেরটা ব্যথাই দেয়; কিন্তু শেষেরটা
ব্যথাও দেয়, অপমানও করে।
- চরিত্রহীন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Thursday, 9 March 2017

সবাই রয়েছে, তবুও কি যেন নেই!
ঘরের আলো কি কোথাও একটু ফিকে?
ছড়ানো খাতায় দু'একটা কথা লেখা
একটি মলিন মুখ জানালার শিকে

- সেই গল্পটা
- আরণ্যক বসু

Wednesday, 8 March 2017

কেউ কেউ ভালবাসা আঁকে,
কেউ ভালবাসা লেখে,
কিংবা গেয়ে শোনায়
কেউ খায়, বেশী হইলে মাথায়ও মাখে।
আর কেউবা শুধুই ভালবাসে।
আমাকে দিয়ে কোনটা হবে বুঝতে পারছিনা...

Sunday, 5 March 2017

আমার আগলে রাখতেই বেশী ভাল লাগে,
আঁকড়ে ধরতে ততটা নয়...

যাহারা পরমাত্মীয় তাহাদের
সঙ্গে সহজভাবের সম্বন্ধ দূর হইয়া গেলে, তাহাদিগকে পরের মত
অনায়াসে ফেলিয়া দেওয়া যায় না,
আবার প্রিয়জনের মতো অনায়াসে তাহাদিগকে গ্রহণ করা যায় না।  তাহাদের সেই অত্যাজ্য আত্মীয়তা অহরহ ভাবের মতো বক্ষে চাপিয়া থাকে।
-চোখের বালি

অনেক মানুষ কে ভালবাসে এমন কাউকে

অনেক মানুষ ভালবাসে এমন কাউকে অনেক ভালবাসতে নেই।
এরা কেন্দ্রে থাকা নক্ষত্রের মত, চারপাশ ঘিরে হাজারও গ্রহ, উপগ্রহ।
না তাকে পুরোটা পাওয়া যায়,
না তার পুরোটা জুড়ে থাকা যায়।
গেলেও হঠাৎ করেই হারিয়ে যাবে এমন সম্ভাবনা থাকে, এবং তা সত্যিও হয়।

মানুষ কেবলই অপাত্রে ভালবাসা ঢালে।

মানুষ কেবলই অপাত্রে ভালবাসা ঢালে।
অতখানি ভালবাসা একদলা মাটির পেছনে দিন, দেখবেন সেটাও কি সুন্দর একটা পাত্র হয়ে গেছে!!