Monday, 29 June 2015


"ভুল করে কভু আসিলে স্মরণে
অমনি তা যেয়ো ভুলি

যদি ভুল করে কখনো এ মোর 
বাতায়ন যায় খুলি
বন্ধ করিয়া দিও পুন:তায়!
তোমার জাফরি- ফাঁকে
খুঁজো না তাহারে গগন-আঁধারে
মাটিতে পেলে না যাকে...."


-কাজী নজরুল ইসলাম

(বাতায়ন পাশে গুবাক তরুর সারি)

0 comments:

Post a Comment