Sunday, 28 June 2015

আমার আমি

প্রিয় রং- সাদা , কালো
যেখানেই যাই এ দুটো রং ছাড়া আর কোনো রং চোখে ধরে না | আমি বর্ণান্ধ :-P
প্রিয় রঙের মত আমার নিজের জগতটাও সাদা কালো | 

শখ- বই পড়া ও গান শোনা (মারাত্মক মাত্রায়) , ছবি তোলা, আর খানিকটা হাবিজাবি লেখালেখি |

আমি খেয়ালি এবং বেখেয়ালি দুটোই মারাত্মক পরিমাণে।

I am politely arrogant & frankly reserved too much......

I am absolutely UNPREDICTABLE 
& So much CAPRICIOUS ....

অনাহুত লোকের অনাবশ্যক কৌতুহল আমি নিবৃত্ত করিনা আর অহেতুক প্রশ্নের জবাব ও দেই না |

ভেঙ্গে চুড়ে চুরমার হয়ে যেতে পারি কিন্তু আত্মসম্মান চূর্ণ করতে পারিনা |

যে আমাকে দূরে সরায়, তাকে আমিও দূরে সরাই | আর যাকে আমি একবার দূরে সরাই তাকে আর কখনই কাছে টানি না……

আমাকে যার প্রয়োজন পড়ে না , তাকে আমারও অপ্রয়োজনীয় মনে হয়...

ডাক শুনে কেউ আসুক বা নাই আসুক আমি একলা চলতেই বড্ড ভালবাসি.....

আমার আমিকে নিয়ে থাকতে ভালবাসি তবে অহংকারী নই | পার্থিব কোন ঐশ্বর্য্যে অহমবোধ নেই আমার |

আত্মকেন্দ্রিক কিছুটা কিন্তু স্বার্থপর নই মোটেও...

কখনও অজ্ঞানতাবশতও কোনো অন্যায় করে থাকলে অনুধাবন হওয়া মাত্র প্রায়শ্চিত্ত করতে যে কোনো শাস্তি মেনে নিতে রাজি আমি......

"ক্ষমা" শব্দটা আমার ব্যক্তিগত অভিধানে খুঁজে পাওয়ার চেষ্টা করাটা বৃথাই সময়ের অপচয়....

স্বার্থপর , মিথ্যেবাদী, অহংকারী এবং নিষ্ঠুর মানুষদের দুচক্ষে দেখতে পারিনা | মারাত্মক মাত্রায় ঘেন্না করি.....

অনেক কথা Express করেও ভীষন মাত্রায় Introvert আমি.... 

আমি স্থির মেজাজের জেদী, ঠান্ডা মাথার রাগী

আবেগ ভীষণ পরিমান কিন্তু প্রকাশ পরিমিত | কখনও বা প্রয়োজনের চেয়েও সীমিত |

প্রিয় জিনিসের ভাগ একটুও দিতে পারিনা , দিতেই যদি হয় তবে একেবারে পুরোটা ছেড়ে দেই....

সবচেয়ে দামী জিনিস আমি সবচেয়ে হেলায় হারাতে পারি।

আমার সহ্য ক্ষমতা অসহনীয় পর্যায়ের বলেই আমি জানি....

রাগ, জেদ দুটোই মাত্রার কয়েক লেভেল উপরে আমার....

উদাসীনতা রোগটা আমার মধ্যে প্রবল ভাবে বিদ্যমান..

0 comments:

Post a Comment