Monday, 29 June 2015

অনেক অভিমান



ঐ বৃষ্টিধারা সে তো আমার নয় 
বৃষ্টি শুধু মেঘের ব্যথা বয় 
মেঘ দলের বন্ধু সে যে মেঘের মেঘদূত 
আমার বন্ধু কেউ হল না আজো 
আমার মত কেউ কি আমায় বোঝো 
তোমরা সবাই আলোয় থাক , 
আমি একা আঁধারের রাজপুত 

তাই তোমার প্রতি বৃষ্টি আমার অনেক অভিমান 
দিলাম আড়ি তোমার জলে করব না আর স্নান 

মেঘের ব্যথায় বৃষ্টি যখন অশ্রু হয়ে ঝরে 
আমারও যে ভেজা চোখে কাউকে মনে পড়ে 
কারো জন্য বুকের ভেতর ভীষণ পিছুটান 
তবু আমি একাই ভাল থাকুক ব্যবধান 
তাই তোমার প্রতি বৃষ্টি আমার অনেক অভিমান 
বুকের ভেতর কান্না শুরু চোখে অবসান..... 

বৃষ্টি যদি শুধুই মেঘের বন্ধু হয় তবে 
একাকীত্বই না হয় আজ আমার বন্ধু হবে 
আমি থাকব স্মৃতি হয়ে আঁধার অভিজ্ঞান 
বৃষ্টি বাঁচুক মেঘের মাঝে করুক মেঘের ধ্যান 
তাই তোমার প্রতি বৃষ্টি আমার অনেক অভিমান 
থাকো তুমি মেঘের কাছেই ঢাকো অংশুমান.......

0 comments:

Post a Comment