Wednesday, 25 January 2017

বিস্মৃত নাম

আমার কি মনে হয় জানো?
আজ থেকে অনেক অনেক বছর পর, যখন তোমার চাকরি হবে,
সংসার হবে, সন্তান হবে,
নিয়ম করে পাশে শোয়া মানুষটাকে ভালবাসতে হবে,
নিছক দায়িত্বের টানে ফুসরতহীন ব্যস্ততা হবে।
সেইদিন, তোমাকে প্রচন্ড ভালবেসেছে, অকারণে ভালবেসেছে,
সবচাইতে বেশী ভালবেসেছে,
তোমার জন্য বুকের বাঁপাশে
বিশুদ্ধতম অনুভূতি জমিয়ে রেখেছে,
এমন একটা মানুষের খোঁজ করতে গেলে সমস্তটা জীবন হাতড়ে একমাত্র আমার নামটাই তোমার মনে আসবে।
তোমার স্মৃতিতে থাকা সবচেয়ে বিস্মৃত নাম...

0 comments:

Post a Comment