Friday, 10 February 2017

একা থাকলে আমার যতটা একা একা লাগে, তার চেয়ে অনেক বেশী একা লাগে অনেক মানুষের মধ্যে থাকলে...
কষ্টও হয় কয়েকগুণ বেশী।

অনেকের মধ্যে থাকলেই আমি টের পাই
এত এত মানুষ কিন্তু আমার কেউ না। মানুষের ভিড়ে গেলেই ভেতরটায় প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগতে থাকে। এই জন্যই আমি মানুষ এড়াই, মানুষ ভয় পাই ।

0 comments:

Post a Comment