Wednesday, 8 February 2017

কিছু মানুষ আরেকজনের বুকের ভেতর "অনুভূতির" একটা চারা লাগিয়ে কদিন পর চলে যায়, বলে যায়, এই গাছটা তার আর দরকার নেই।
জেনে যায়, সে না থাকলেও আপনি এই গাছটাকে রোজ পানি দেবেন, বুকের ভেতর অনেকটা জায়গা ছড়িয়ে বাড়তে দেবেন।

কোনদিন তার কাছে গাছটার অস্তিত্ব জানাতে গেলে সে বলে, "আমি তো তোমাকে অত যত্ন দিয়ে গাছটাকে বড় করতে বলিনি। গোড়া সহ কেটে ফেলো কিংবা উপড়ে ফেলে দিলেই পার" :-) :-)
তারা পারে, খুব সুন্দর করে হেসে হেসে তারা বলতে পারে.... কিংবা অকৃত্রিম বিরক্তি আর বিতৃষ্ণা নিয়ে।

0 comments:

Post a Comment