Saturday, 4 February 2017

তোমাকে আশীর্বাদ করছি

তোমাকে আশীর্বাদ করছি,
তুমি আমার বিকল্প খুঁজে পাবেনা কখনও।

তোমাকে এরপর যে যত ভালইবাসুক,
আমাকে ভেবে তোমার মনে হবে,
"ওর মত অত ভাল তো বাসেনা।"
সে যত ভালই হোক, তুমি ভাববে,
"সেই ওর মত তো নয়",
"কি যেন একটা  নেই,
কোথায় যেন মস্ত ফাঁকি।"
যত ভালবাসাই পাও,
তুমি তাতে তৃপ্তি পাবেনা কোনদিন।

তুমি যত পাবে, তত মনে হবে
তোমার যা পাওয়ার তা তুমি পাওনি।
যা পেয়েছো সব মিথ্যে, ভুল।

আমার জন্য তোমার
বুক ভরে হাহাকার লাগবে,
চেতনে-অবচেতনে।
তুমি জানবে, আমি নেই।
তবু তুমি আমাকে চাইতেও পারবেনা।

আমৃত্যু কখনো যেন,
তুমি আমার বিকল্প খুঁজে না পাও,
অতৃপ্তি যেন থাকে।

0 comments:

Post a Comment