Thursday, 16 January 2020

মানুষ যদি মানুষের হৃদয়ের কথা জানতো

মানুষ যদি মানুষের হৃদয়ের কথা জানতো,
তবে খুব খারাপ হত।
আমি নিশ্চিত হতাম,
তুমি আমাকে কখনও ভালবাসোনি,
আর তুমি জেনে যেতে,
আমি তোমাকে ভাল না বেসে থাকতে পারব না।

0 comments:

Post a Comment