দেখা হল বছর কুঁড়ি পর
তু্ই এখন অন্য কারুর ঘর,
তু্ই এখন বড্ড ভীষণ পর।
এখন অনেক বুঝতে পারিস বুঝি?
আমার প্রিয় গন্ধটা আর মাখিশ?
আচ্ছা, ওমন ঝোক্কি পোহায় কে তোর?
কেই বা শোনে এখন মিথ্যে নালিশ?
এখনও কি ঠান্ডা লাগার ধাচ্?
মাথা মুছিস কার বকুনি খেলে?
হঠাৎ হঠাৎ আজও আড়ি করিস?
ভাল লাগে আর কাব্য করা ছেলে?
নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে?
আমার মতোন জোর করে ভেজবার?
নাকি এখনও তোর বারনের জোরে
বর্ষা থামায় বৃষ্টি হাজার বার।
তার নিশ্চয়ই বুকে ব্যাথা নেই,
নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো!
আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে,
আগের মতো পাগলী নোষ কেন?
আচ্ছা, তোর ঐ অভ্যাসটা আছে?
অল্প কথাই আজও ছেড়ে আসিস?
নতুন মানুষ ঝগড়া করার আগেই
বুঁকের ভিতর ওমন ভালোবাসিস?
সে বুঝি খুব বকবকিয়ে নয়!
স্বল্পভাষী চাইতিস যেমন তু্ই!
আজকে কেমন নরম দেখায় তোকে,
এক দেখাতে থমকে গেছে তু্ই।
এই যে এখন চুপটি করে একা,
তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে।
নতুন মানুষ নতুন নতুন প্রেমে
খুব বেঁধেছে শক্ত করে জোরে!
Insomniac নিশ্চয়ই সে নয়!
রাত জাগবার ঝুকিটা আর নেয়!
স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে
হারিয়ে যাব ও চোখ ফেরালেই।
দেখা হল বছর কুঁড়ি পর
তু্ই এখন বড্ড ভীষণ পর
তু্ই এখনো আমার একার ঘর!!! 🙂
0 comments:
Post a Comment