Monday 2 March 2020

দু'টি কবিতা- হুমায়ূন ফরিদী

১.
ভাঙা দরোজায় ভুল-কান পেতে থাকি
যদি কোনদিন দ্বিধা-থরো টোকা পড়ে
চৌকাঠ জুড়ে সারা বুক ফেলে রাখি
মৃদু পায় পায় ফিরে আসো যদি ঘরে

২.
জন্মের মত স্থাপত্য কিছু নেই
কিছু নেই প্রাপ্তি মৃত্যুর মত

(আল বেরুনী হল সাহিত্য সাময়িকী, ১৯৮০)

0 comments:

Post a Comment