Tuesday 3 March 2020

ট্যাবু ও টোটেম- আলফ্রেড খোকন

আমি ও তুমি মিলে এই সন্ধ্যার কুয়াশা

দ্রুততম বিএমডব্লিউ বাপাশ দিয়ে উড়ে গেল

বাংলা মোটর মোড়ে

এলোমেলো হলো আমার রিকশার ভাষা

 

পথ তো সুদূর

প্রত্যেকেরই যেতে হবে আরও

কিছুটা দূর;

তুমি, আমি ও আশা

সুদূর পথের মত

প্রতিদিন খুঁজেছি তার ভাষা

 

যেমন শেখা হয়নি আজও পাখিদের গান

যেমন সারাদিন তোমার সঙ্গে থেকেও

পৃথক পালঙ্কে ঘুমিয়েছি আমরা দুজন

 

আমিও তুমি মিলে গাঢ় হল প্রেম

দুজন দুদিকে ছড়িয়ে পড়ার পর

অন্ধকারের হাত ধরে যা ছুঁয়েছি তাতেই

ট্যাবু ও টোটেম

0 comments:

Post a Comment