তুমি আমার ছেলেবেলার বাড়িটার মতো
… ভেতরে যাবার লোভ হয়।
বাড়ির ভিতরে দালান, দালান টপকে ঘর,
ঘরের ভিতরে আলো
দূঊর থেকে খেয়াল করি আমি; অস্ফুটে বাতাসকে বলি,
— একটু পর্দা ওড়াও ...
...
Sunday, 7 June 2020
লাইলাক ফুলের গল্প- ইরফানুর রহমান রাফিন
"পৃথিবীর এই সব গল্প বেঁচে র'বে চিরকাল;-
এশিরিয়া ধুলো আজ-ব্যাবিলন ছাই হ'য়ে আছে।"
— সেইদিন এই মাঠ, জীবনানন্দ দাশ
মানুষ কীভাবে ভালোবাসতে হয় তা জানে না
আর দুনিয়ার আলোর চেয়ে মাতৃগর্ভের অন্ধকার ভালো
এইসব ভাবতে ভাবতে তুমি যখন চলে যাচ্ছো
তখন আকাশ ভেঙে পড়ে যাচ্ছে মাথার ওপর
প্রচণ্ড বাজ চমকাচ্ছে অন্ধকার হয়ে আসছে...