Sunday, 7 June 2020

তুমি আমার- অণির্বাণ চৌধুরী

তুমি আমার ছেলেবেলার বাড়িটার মতো
… ভেতরে যাবার লোভ হয়।
বাড়ির ভিতরে দালান, দালান টপকে ঘর,
ঘরের ভিতরে আলো
দূঊর থেকে খেয়াল করি আমি; অস্ফুটে বাতাসকে বলি,
— একটু পর্দা ওড়াও ...
                              অপার ঐশ্বর্য্য দেখি ।

তুমি আমার ছেলেবেলার সাধন-ঘোষের বাগান
…. লিচু খাবার লোভ হয়।
আলো আঁধারি সবুজ, গায়ে ছাতিম ছাতিম গন্ধ,
ঘ্রাণে কুর্চি ফুলের আদর
স্মৃতি বিস্মৃতি পেরিয়ে উঁকি মারি, গাছের বাকল খসাই,
নিরাভরণ আঁচল ...
                        মৌসুমি অঙ্গ দেখি।

তুমি আমার স্নানঘরের বেআব্রু কুয়ো
পূর্ণিমা দেখার লোভ হয়।
দড়ি বাঁধা কলস, ছল ছলাৎ যৌবন,
টলটলে জল
জ্যোৎস্না রাতে হামলে পড়ি আমি, ফিসফিসিয়ে চাঁদকে বলি
— মধ্যাকর্ষণ বাড়াও …
                                প্রেমের জোয়ার দেখি ।

নিখোঁজ সংবাদ বেজে যাবে অথৈ প্রেমে
স্বপ্নের দুধের বাটি থেকে বিড়াল ফেরাবে মুখ;
প্রিয় বাড়িতে হবে না কোনো লিচুর বাগান
যার কোনো ঘর নেই,
তার স্নানঘরও নেই
বেআব্রু কুয়োটাই তার …
                                   বাঁচার পরিধি ।।

#অনিডায়েরী ১৫/০৪/২০১৯

0 comments:

Post a Comment