কিছু মানুষের কথা শুনে যুক্তি বলে মিথ্যে বলছে কিন্তু মন বলে সত্য বলছে | মানে মিথ্যে বলছে জেনেও মন সত্যি বলে ভাবতে চায়, ভাবতে ইচ্ছে করে | আর ভেবেই মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা করে
পাগলামিগুলো সহ্য করার কেউ একজন থাকতে হয়. রাগ কিংবা অভিমান করে হাঁটা শুরু করলে সামনে এসে পথ রোধ করবার কেউ একজন থাকতে হয় কিংবা পেছন থেকে হাত টেনে ধরবার কেউ একজন থাকতে হয় অভিমানী অনুযোগ গুলো শুনবার কেউ একজন থাকতে হয় ছেলেমানুষী আবদার গুলো মেটাবার জন্য কেউ একজন থাকতে হয়