Wednesday 8 July 2015

অণুকাব্য-১২


চোখের মায়ায় দৃষ্টির অতল তলে,
বিষণ্ণতা ভাসছে গভীর জলে
কখনও যদি মিলিয়ে অবসর,
রাখতে দু'চোখ ঐ দু'চোখের পর
দেখতে সে চোখ তোমার কথা বলে..

ভীষণ রকম দুঃখ , কষ্ট , অস্থিরতার মধ্যে কারো কাছে যেতে নেই... নিজের যন্ত্রণা নিজেই উপশম করা শ্রেয়

অতটা আপন কখনও কাউকে ভেবোনা যতটা ভাবলে কোনোদিন সে পর হয়ে গেলে মরে যেতে ইচ্ছে করবে..

অণুকাব্য-১১


দূর আলাপনীতে
যখন তোমায় খুঁজে যাই
তুমি অবহেলা কর আমায়
আমি যা বোঝার বুঝে যাই
স্বপ্নের এমন মাশুল
দিতে হবে বল জানত কে
আমি বিষাদে আমায় ভাসাই
ফের ভালবাসি তোমাকে

রাগ কিংবা অভিমান করে হাঁটা শুরু করলে সামনে এসে পথ রোধ করবার কেউ একজন থাকতে হয় | 
কিংবা পেছন থেকে হাত টেনে ধরবার.....

না চাইলেই দেখবেন দেয়ার জন্যে ব্যকুল | আপনি যাকে সাধবেন সে আপনার হবে না | আর যাকে হেলায় হারাবেন সে সর্বস্ব দিতে রাজি থাকবে...


কত আশা ছিল কত ছিল যে গান
কত হাসি ছিল কত অভিমান
সূর্য জ্বলা এই সকাল আমার
আধারেই সবই গেল ঢাকি......
কেন আশা বেঁধে রাখি.

বলে কয়ে আসলে যাওয়া যায় না | যে সত্যিই যেতে চায় সে কখনও বলে যাবে না "আমি কিন্তু যাচ্ছি" | যেতে ইচ্ছুক যে সে নিভৃতে দূরত্ব বাড়াবে.

কিছু মানুষের কথা শুনে যুক্তি বলে মিথ্যে বলছে কিন্তু মন বলে সত্য বলছে | মানে মিথ্যে বলছে জেনেও মন সত্যি বলে ভাবতে চায়, ভাবতে ইচ্ছে করে | আর ভেবেই মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা করে 

কেউ একজন থাকতে হয়


খুব করে ভালবাসবার কেউ একজন থাকতে হয়
পাগলামিগুলো সহ্য করার কেউ একজন থাকতে হয়.
রাগ কিংবা অভিমান করে হাঁটা শুরু করলে 
সামনে এসে পথ রোধ করবার কেউ একজন থাকতে হয় 
কিংবা পেছন থেকে হাত টেনে ধরবার কেউ একজন থাকতে হয়
অভিমানী অনুযোগ গুলো শুনবার কেউ একজন থাকতে হয় 
ছেলেমানুষী আবদার গুলো মেটাবার জন্য কেউ একজন থাকতে হয়

খুব করে ভালবাসবার কেউ একজন থাকতে হয়
পাগলামিগুলো সহ্য করার কেউ একজন থাকতে হয়.