Sunday, 27 September 2015

রাগ না করলে রাগ দেখাবে এমন কেউ একজন থাকতে হয়,
অভিমান না ভাঙালে অভিমান করবে এমন একজন থাকতে হয়...

Saturday, 26 September 2015

You smiled, you spoke, and I believed,
By every word and smile deceived.
Another man would hope no more;
Nor hope I what I hoped before:
But let not this last wish be vain;
Deceive, deceive me once again!

-Walter Savage Landor

যে ছেলের জন্য কেঁদে কেঁদে আরেকটা প্রশান্ত মহাসাগর বানিয়ে ফেলবেন,  সে আপনার এই সমুদ্র হেলায় পাড়ি দেবে নতুন কোন সায়রে পানসি ভেড়াতে।
যে মেয়েটার জন্য বুকের রক্ত ঝরাবেন, সে আপনার সেই রক্ত আলতায় গুলে দু'পা রাঙিয়ে চলে যাবে অন্যের কাছে ...
কাউকে এত্ত ভালবাসতে নেই....

আসলে এমন একজন থাকতেই হয়, যে আপনাকে ভালবাসুক ছাই নাই বাসুক, অন্য কাউকেও বাসবে না। শুধু আপনার সাথে থেকে আপনি যে তাকে প্রচণ্ড রকম বাসেন এইটা হৃদয় দিয়ে বুঝবে, গালে হাত দিয়ে অবাক হয়ে দেখবে তার জন্য আপনার পাগলামিগুলো। মুখে এক চিলতে হাসি নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুয়ে যাবে তার, কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি।
আপনার এত ভালবাসার উৎস খুঁজে না পেয়ে শেষে মাথা চুলকে জিজ্ঞেস করবে, " এইইইই এত্ত এত্ত ভালবাস কি করে? "

"চোখ মনের আয়না" এই তত্ত্ব  বুঝি সবার বেলায় খাটে না। কিছু মানুষের চোখে এত এত মায়া অথচ হৃদয়ে তার চেয়েও বেশী নিষ্ঠুরতা পোষে।
অন্যদিকে কিছু মানুষ হৃদয়ের অসীম মমতা ঢাকতে গিয়ে চোখে কৃত্রিম নিষ্ঠুরতার মুখোশ এটে রাখে। এদের চোখ দেখে আপনি কোনদিন বুঝতেই পারবেন না যে এরা বুকের ভেতর কি পরিমাণ ভালবাসা আর মায়ার আবাদ করছে..

যে তোমার শরীর ছুঁতে ব্যস্ত, সে তো কোন দিন তোমার হৃদয় ছুঁতে পারবেনা। ছোঁবার চেষ্টাই তো করবেনা কখনও.....

Friday, 25 September 2015

চোখে চোখ রেখে অনর্গল মিথ্যে বলতে পারা একটা বিরল প্রতিভা। সবার থাকেনা, যার থাকে সে হাসতে হাসতে যে কারো বুকে ছুরি  বসাতে পারবে....

Thursday, 24 September 2015

ভালবাসার রঙ টা বড় অদ্ভুত।  কখন যে ফিকে হয়ে যায়, আমরা বুঝেই উঠতে পারিনা...

Wednesday, 23 September 2015

আমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে " পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? "
আমি উত্তর দেব "বিশ্বাস"।  হ্যাঁ, অন্য জাগতিক কোন কিচ্ছু নয়। এমনকি অপার্থিব ভালবাসাও নয়। আমি বিশ্বাসের পেছনে ছুটতে রাজি।
কারো ভালবাসা পাবার জন্য,  অর্জিত ভালবাসা ধরে রাখার জন্য যথেষ্ট দায়িত্ববান আমি নাও হতে পারি, কিন্তু অর্জিত বিশ্বাস অটুট রাখবার জন্য আমি ততটুকু সৎ হতে পারব, যতটা একজন মানুষকে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে হতে হবে।
আমি ভালবাসা হারাতেও রাজি, কিন্তু আমার প্রতি কারো বিশ্বাস টুকুকে নয়।

Hope is a good thing. May be the best of things. And no good thing ever dies.
- The Shawshank Redemption

I have to remind myself that some birds aren't meant to be caged... Their feathers are just too bright. And when they fly away the part of you that knows it was a sin to lock them up does rejoice.
But still the place you live in is that much more drab and empty that they're gone.
- The Shawshank Redemption

Sunday, 20 September 2015

যাদের ওপর আমাদের কোন অধিকার নেই। তাদের ওপর অধিকার ফলানোর ইচ্ছেটাই আমাদের সবচেয়ে তীব্র হয়, এবং ইচ্ছে না পূরণ  হবার হাহাকার আর আক্ষেপ টাও ততটাই...

Saturday, 19 September 2015

তোমার প্রতি নিষ্ঠুর হওয়া মানে,
তোমার চেয়ে আমার প্রতি বেশী নিষ্ঠুর হওয়া।