বৃষ্টির জলে তুমি এঁকেছিলে মুখ
লেখা আছে ডায়রীতে রুপোলী অক্ষরে
ছড়ানো গোলাপের পাঁপড়ি
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভোরে ;
সাদা মেঘ নিরুদ্দেশ ,আঁধার আকাশে
দমকা হাওয়ায় ছিল রিমঝিম সুর
সোদা মাটির ঘ্রাণ ,মাতাল চারপাশ
তুমি আমি একাকার ,হৃদয়ে ভাংচুর !!!
লেখা আছে সেই রাত রুপোলী অক্ষরে
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভোরে
Monday 15 January 2018
Wasika Nuzhat
কথা ছিল বৃষ্টি নামলে শ্রাবণসন্ধ্যা গুলো প্রিয় কবিতা হবে
কথা ছিল বৃষ্টির এলে দুটি নিশ্বাসের শব্দ গভীর থেকে গভীরতর হবে
বারান্দায় ঝুলে থাকা বাগানবিলাসে ঝির ঝির বৃষ্টিতে ঝরবে মায়া
মাঝ রাত্তিরে বজ্রপাতের শব্দে একটি মুখ লুকাবে একটি বুকে
পরম বিশ্বাসে ....
কথা ছিল কদম ফুল , কথা ছিল হিজল বন
কথা ছিল হাতে হাত , কাছাকাছি দুটো মন .......
কথা ছিল ভালোবাসা , আজীবন পাশে থাকা
বৃষ্টিতে মুখোমুখি , চোখে চোখ রাখা
বৃষ্টি এলো তাই- ওয়াসিকা নুযহাত
আজ অবেলায় ঝুম
বৃষ্টি নামলো তাই;
আমি আবার সেই
পুরোনো তোমাকে চাই|
হাতের কাজ ফেলে রেখে
দৌড়ে ছুটে এসে
'বৃষ্টি হচ্ছে,চলো ভিজি'
বলবে তুমি হেসে|
মেঘ রঙের শাড়ি আমার,
বৃষ্টি রঙের টিপ;
আগুন লাগা চাউনি তোমার,
হৃদয়ে ঢিপ ঢিপ|
কদম বনের সব খুশবু
মনের উঠোন জুড়ে;
হাওয়ায় হাওয়ায় মুখের কথা
যাচ্ছে দেখো উড়ে |
দুচোখ মেলে চেয়ে থেকে
দিয়ে মাদক হাসি;
ফিসফিসিয়ে বলবে কানে
বৌ তোমায় ভালোবাসি|
রুদ্র গোস্বামী
খুব মিষ্টি একটা গল্প
তুই হতেও তো পারতিস
আমার মন খারাপের রাতে
তুই মন জড়িয়ে থাকতিস
তুই থাকতিস
জ্বর মাপতিস
আমার জল গড়ানো চোখে
তুই উৎসব এনে রাখতিস
আমি জাগতাম
রাত জাগতাম
আমি আষাঢ় নিয়ে বসে
তোকে রোদ্দুর বলে ভাবতাম
তুই চিনতিস
জল চিনতিস
তুই ফোঁটায় ফোঁটায় আদর রেখে
উচ্ছাস হয়ে জ্বলতিস
তুই জ্বলতিস
তুই জ্বলতিস
তুই জল ছুইয়ে জলের মধ্যে
উত্তাপ রেখে গলতিস
তোকে দেখতাম
তোকে দেখতাম
আমি মনের আরামে শিল্পীর মত
ক্যানভাসে তোকে আঁকতাম
শেষ বিকেলের কাব্য- ওয়াসিকা নুযহাত
কাছে যাওয়া ভুল হতে পারে ভেবে,
দাঁড়িয়ে থাকি এখানটায়,
তোমার ওখানে সিঁদুর রঙের দুপুর
আমি আছি পড়ন্ত বিকেল বেলায়।
তুমি এসেছিলে হঠাৎ হাওয়ার মতো
আমার এই বিকেল বেলার রোদ্দুরে,
গোলাপের পাপড়ি উড়িয়ে দিয়ে
ঢেকেছিলে ভালো লাগার চাদরে।
তোমার ছিল নীল আকাশের নীল
আমার শুধু শেষ বিকেলের আলো
তাই দিয়ে কবিতা লিখবে বলে
আমায় তুমি অযথা বাসলে ভালো।
সেই কবিতা ভুলে গেছ তুমি ,
সিঁদুর রঙের দুপুর বেলার লোভে।
বিকেল তোমাকে টানেনা আর জানি
তুমি বদলে গেছ সেই কবে।।