ভোরের আলোয় ফুটে উঠল চোখ
পদ্মপাতা ভেসে ভেসে পুরোনো ঘাটলায় এসে দাঁড়ায়।
তোমার সৌজন্য আমি ভুলে গেছি
তোমার দুর্জনতাও।
সেইসব স্মৃতিহীনতার দিকে সরে যেতে যেতে
বিশেষণহীনতার দিকে
মুছে যেতে যেতে
কিছুই না থাকত যদি কে তবে জানাত
তুমি শুধু তুমি
তোমার দু'চোখ শুধু নয়, সমস্ত শরীর পদ্মজাত ।