Miles and miles of empty space in between us
A telephone can't take place of your smile
Its not easy when the road is your driver
Honey, that's a heavy load that we bear...
Wednesday, 9 September 2015
দূরে গেলে কাছে ফেরা সহজ মনে হয়
একবার দূরে গেলে ফেরা সহজ নয়
যদিওবা দূরে যেতে যেতে মনে হয়
ফিরব না হয় যখন আবার আবার মন চায়
একবার দূরে গেলে ফেরা সহজ নয়....
Tuesday, 8 September 2015
জানতে ইচ্ছা করে না এই ব্যপারটা এক রকম
আর জানতে ইচ্ছা করে কিন্তু কিছুতেই
জিজ্ঞেস করতে পারিনা এইটা আবার
পুরো আরেক রকম... এক নয় মোটেই।
দুইটা সম্পূর্ণ আলাদা অনুভূতি।
যাদের দশা দ্বিতীয় অংশটার মত, তাদের
মত দুর্ভাগা খুব কম আছে।
কারণ এদের হয় উভয় সংকট। এরা ভালও
থাকতে পারেনা, ভাল যে নেই সেটা
প্রকাশ ও করতে পারেনা।
Saturday, 5 September 2015
Wednesday, 2 September 2015
Thursday, 27 August 2015
ভালো থেকো
আমি তোমার সামনে হাঁটু মুড়েই বসি,
আমার মাথা অবনতই থাক।
ঘৃণায় অথবা অলস অনিচ্ছায়...
একটাও কথা না বলে,
কিছুক্ষণ চুপচাপ বসে থাকি।
অপ্রকাশিত সহস্র অভিযোগ
ভেতরেই জমা থাকুক
অনেক দিনের ক্লান্ত চোখ
অশ্রু আড়ালে রাখুক।
অভিমানে নয়, সহজাত অভ্যেসে।
শেষ মুহুর্তে একবার শুধু মুখ তুলে তাকানো,
নিমেষ তরে এক টুকরো নির্লিপ্ত হাসি...
উঠে আসবার সময় কিছু না বলেও,
চোখে চোখ রেখে জানিয়ে দেয়া -
"ভাল থেকো"
Tuesday, 25 August 2015
Monday, 24 August 2015
Sunday, 23 August 2015
কেউ ভাল না বেসেও শুধু অভিনয় দিয়ে
কাছে ঘেঁষে আর কেউ বুকের ভেতর
সমুদ্র গভীর ভালবাসা নিয়েও দূরে
থেকে যায়...
প্রথম দল কখনও ভালবাসেনা, কিন্তু
"বাসে" এই মিথ্যে টা বোঝাবার ভণিতা
করে শুধু।
আর দ্বিতীয় দল কখনও ভালবাসাটা প্রকাশ
করে না, বরং অনুভূতিগুলো আড়াল করার
চেষ্টা করে যায় আজীবন।
কারো মনে সদ্যই সৃষ্টি হওয়া ক্ষতে মায়া
বা সহানুভূতির প্রলেপ বুলিয়ে দিতে
যেতে নেই।
অন্তত তাকে তো নয়ই যে কিনা তার
ব্যথাটা ভুলে থাকতে সক্ষম বা ভোলার
প্রাণপণ চেষ্টা করছে...
কারণ এতে করে তাকে নতুন করে মনে
করিয়ে দেয়া হয়, যে তার একটা ভীষণ
যন্ত্রণাময় গভীর আঘাত আছে।
অন্ধকার ভয় পেয়ে চোখ বন্ধ করে
ফেললে তাতে আলো আসবেনা
কখনই....
বরং চোখ মেলে রাখুন, ধীরে ধীরে
অন্ধকারটা সয়ে এলে আবছা হলেও
অনেকটা দেখতে পাবেন....
তেমনি খুব কাছের কেউ হারিয়ে
গেলেই জীবন কে বিদায় জানানোয়
কোন গৌরব নেই।
বরং কাউকে ছাড়াই বাঁচবার চেষ্টা করুন,
এক সময় অভ্যেস হয়ে যাবে ধীরে
ধীরে...