Saturday, 3 October 2015

প্রত্যেকটা মানুষের হৃদয় একেকটা ভালবাসার সমুদ্র, শুধু সেই শান্ত সমুদ্রে ঝড় তুলবার কেউ একজন থাকতে হয়....

সত্যিকারের ভাল টা যারা একবার বেসে ফেলে তাদের হয় উভয় সংকট।
হারিয়ে ফেলা বা না পাওয়া মানুষটাকে এদের শুধু কষ্ট বা খারাপ লাগার মুহুর্তেই যে মনে পড়ে এমন নয়।  মনে পড়ে প্রচন্ড সুখের মধ্যেও,  তুমুল আনন্দের মধ্যেও।  মুখে একটা ভাল খাবার তুলবার সময়, একটা সুন্দর গান শোনার সময়, প্রিয় কোন মুভি দেখবার বা বই পড়বার সময়, কিংবা সুন্দর কোন দৃশ্য দেখবার সময়... মোট কথা এদের পুরো পৃথিবী জুড়ে সেই মানুষ টাই থাকে শুধু।
আর এতসব মুহুর্তে সেই মানুষটার অনুপস্থিতি সব আনন্দ মাটি করে দেয়। তীব্র কষ্ট হয় তখন। হাজার চেষ্টায়ও চোখ দুটো না ভিজিয়ে পারা যায় না। এই মানুষগুলো একবার মরেনা। বার বার করে সারাটা জীবনই মরতে থাকে, নি:শ্বাস টা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত।
কিন্তু এত এত ভালবেসেও সেই মানুষটাকে এরা কোন দিন নিজের করে পায় না। অপ্রাপ্তির খাতায় আর কিছু না থাক এই মানুষটার নাম আজীবন থেকে যায়...

Thursday, 1 October 2015

" যে আজ আপনার ভালবাসা উপেক্ষা করে আপনাকে ঠকিয়ে চলে যাচ্ছে, সে একদিন অবশ্যই তার ভুল বুঝতে পারবে। সেদিন সে আপনাকে মিস করবেই, ক্ষমাও চাইবে। "
আচ্ছা বুঝলাম- মিস করবে, ক্ষমা চাইবে কিন্তু তাতে লাভ টা কি হবে?
যে ক্ষতি সে করে গিয়েছিল তা পূরণ হয়ে যাবে? যে ক্ষত সে তৈরি করে রেখে গিয়েছিল তা সেরে যাবে? সবচেয়ে বড় কথা সে কি সেদিন আপনাকে ভালবাসবে? নাকি অন্য কেউ তাকে বাসেনি বলে সেই অভাববোধ থেকে আপনাকে শুধুই স্মরণ করবে? ( এটা আপনাকে মিস করা নয়)
যদি এই হয় কারন তবে মিস করার নাটক করবার দরকারটা কি? যদি ভালই না বাসে তবে ক্ষমা চেয়ে মহৎ সাজবার কোন প্রয়োজন দেখিনা। বাজারে নুন বেশি সস্তা হলে কিনে আড়ত দিক, কাঁটা ঘায়ে ছিটিয়ে আর উপকার করতে হবেনা। বহুত করে গেছে।
সবচেয়ে ভয়ংকর ব্যপার হল, আপনাকে ছেড়ে ছুড়ে চলে যাবার দিন আর আবার ফিরতে চাওয়ার দিন দুটো দিনেই আপনার প্রতি তার মানসিকতা আর দৃষ্টিভংগী একইরকম থেকে যাবে। সামান্য যেটুক পার্থক্য সেটা হল তখন চলে যাবার সময় সে আপনাকে দয়া মায়ার ছিঁটে ফোঁটাও দেখায়নি,  তাই ফের ফিরতে চেয়ে সেই অন্যায়ের গতি করতে চাইবে।  কিন্তু ভালবাসা দিয়ে নয়,  করুণা দিয়ে।
তাই যে অহংকার আর উদ্ধতভাব নিয়ে সে ছেড়ে গিয়েছিল সেটাই ধরে রাখ সারাজীবন।
তাতে করে আরো একবার তাকে কাছে টানবার মত মারাত্মক ভুলের চিন্তা আপনার মাথায় লম্ফঝম্ফ দেবে না।
আর মিথ্যে মায়া দেখিয়ে ফের ধোঁকাবাজি করার প্রয়াসটা তার শরীরে সত্যিই মানুষের রক্ত আছে কিনা সে ব্যপারে আমাদের সন্দেহকে সত্যি করবার সম্ভাবনা বাড়াবে শুধু এছাড়া আর কোন প্রাপ্তিযোগ হবেনা ....

অশ্বমেধ যজ্ঞে একটা তেজস্বী ঘোড়া ছেড়ে দেয়া হত রাজ্য বিস্তারের লক্ষ্যে।  যতদূর ঘোড়া যেত তার সবটা যজ্ঞকারী রাজার হয়ে যেত, আর কোন রাজা সে ঘোড়া আটকালে তার সাথে হত যুদ্ধ।
অনেক টা তেমন কর্মই আজকাল মন নিয়ে হয়।  মন ছেড়ে দেয়া হয় যথেচ্ছা বিচরণ করতে, এরপর যে সেই মন আটকাবে তার সাথেই হবে সন্ধি মানে অশ্বমেধের উল্টোটা । মন অধিকার করবার যোগ্যতা? ধুর ছাই সে বালাইর আজকাল কারোর দরকারই পড়েনা।
পার্থক্য শুধু অশ্বমেধে আহুতি দেয়া হত অশ্বের মেদ আর এ যজ্ঞে আহুতি হয় ভালবাসার...

Wednesday, 30 September 2015

বলা হয়ে থাকে "Time is the best healer".
এখন সময় আপনাকে কখন সারিয়ে তুলবে সেটা নির্ভর করে আপনার মনের শক্তিমত্তার ওপর। মন খুব বেশি দুর্বল হলে সেরে উঠতে সময় লাগবে আর জোর থাকলে দ্রুতই রোগ্যলাভ করবেন।

Tuesday, 29 September 2015

বাইরে শান্ত শিষ্ট নিরীহ জীব আর ভিতরে তীক্ষ্ণ নখ দন্ত- এইটেই সবচেয়ে ভয়াবহ।
- শরদিন্দু বন্ধ্যোপাধ্যায়
(বহি- পতঙ্গ)

Monday, 28 September 2015

- দূরে সরাচ্ছ।
- আমরা কখনও কাছাকাছি ছিলামই না /
আমি তোমাকে কখনও কাছে টানিই নি /
আমি তোমার কাছে কখনও যেতেই পারিনি
.
( কেউ প্রথম উক্তি টি করলে কি হবে আপনার প্রত্যুত্তর?)

Sunday, 27 September 2015

রাগ না করলে রাগ দেখাবে এমন কেউ একজন থাকতে হয়,
অভিমান না ভাঙালে অভিমান করবে এমন একজন থাকতে হয়...

Saturday, 26 September 2015

You smiled, you spoke, and I believed,
By every word and smile deceived.
Another man would hope no more;
Nor hope I what I hoped before:
But let not this last wish be vain;
Deceive, deceive me once again!

-Walter Savage Landor

যে ছেলের জন্য কেঁদে কেঁদে আরেকটা প্রশান্ত মহাসাগর বানিয়ে ফেলবেন,  সে আপনার এই সমুদ্র হেলায় পাড়ি দেবে নতুন কোন সায়রে পানসি ভেড়াতে।
যে মেয়েটার জন্য বুকের রক্ত ঝরাবেন, সে আপনার সেই রক্ত আলতায় গুলে দু'পা রাঙিয়ে চলে যাবে অন্যের কাছে ...
কাউকে এত্ত ভালবাসতে নেই....

আসলে এমন একজন থাকতেই হয়, যে আপনাকে ভালবাসুক ছাই নাই বাসুক, অন্য কাউকেও বাসবে না। শুধু আপনার সাথে থেকে আপনি যে তাকে প্রচণ্ড রকম বাসেন এইটা হৃদয় দিয়ে বুঝবে, গালে হাত দিয়ে অবাক হয়ে দেখবে তার জন্য আপনার পাগলামিগুলো। মুখে এক চিলতে হাসি নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুয়ে যাবে তার, কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি।
আপনার এত ভালবাসার উৎস খুঁজে না পেয়ে শেষে মাথা চুলকে জিজ্ঞেস করবে, " এইইইই এত্ত এত্ত ভালবাস কি করে? "

"চোখ মনের আয়না" এই তত্ত্ব  বুঝি সবার বেলায় খাটে না। কিছু মানুষের চোখে এত এত মায়া অথচ হৃদয়ে তার চেয়েও বেশী নিষ্ঠুরতা পোষে।
অন্যদিকে কিছু মানুষ হৃদয়ের অসীম মমতা ঢাকতে গিয়ে চোখে কৃত্রিম নিষ্ঠুরতার মুখোশ এটে রাখে। এদের চোখ দেখে আপনি কোনদিন বুঝতেই পারবেন না যে এরা বুকের ভেতর কি পরিমাণ ভালবাসা আর মায়ার আবাদ করছে..

যে তোমার শরীর ছুঁতে ব্যস্ত, সে তো কোন দিন তোমার হৃদয় ছুঁতে পারবেনা। ছোঁবার চেষ্টাই তো করবেনা কখনও.....