ঝাউ এসে মমতার মতো
বারান্দা ছুঁয়েছে।
তোমার শান্ত মুখ
বিকেলের নিরব গভীরে।
আমি এই
নিঝ্ঝুম হৃদয়
তোমার মুখের পাশে রাখি...
Sunday, 26 July 2020
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস- মহাদেব সাহা
কেউ জানে না একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়-
কোনো বিষণ্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,
এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি
অন্তহীন প্রগাঢ় এপিক!
পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ
আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট;
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস, এতো দীর্ঘশ্বাস,...
Saturday, 25 July 2020
সীমান্ত- স্মরণজিৎ চক্রবর্তী
কেউ নেই আজ বৃষ্টি রয়েছে শুধু
এলোমেলো কিছু গাছেদের বৈশাখী
জল পেয়ে মাটি ঘুমিয়ে পড়েছে কবে
আমি সারারাত একা একা জেগে থাকি
মেঘের ওপারে ছড়িয়ে রয়েছে তারা
চাঁদ লেগে সব হলুদ হয়েছে দূরে
আজ সন্ধেয় বৃষ্টির ফোঁটা দিয়ে
তোমার যাওয়ার পথটুকু রাখি মুড়ে
বুকের ভেতরে শহর ফুরিয়ে এল
তুমি চলে গেলে কী জানি কীসের...
বৃষ্টি- শঙ্খ ঘোষ
আমার দুঃখের দিন তথাগত
আমার সুখের দিন ভাসমান!
এমন বৃষ্টির দিন পথে-পথে
আমার মৃত্যুর দিন মনে পড়ে।
আবার সুখের মাঠ জলভরা
আবার দুঃখের ধান ভরে যায়!
এমন বৃষ্টির দিন মনে পড়ে
আমার জন্মের কোনো শেষ নে...
অপচয়-শঙ্খ ঘোষ
এই রাত্রি নিঃস্ব। খোলা আকাশকে মুখোমুখি রেখে
শূন্যতার মাঝখানে অবলম্বনহীন ভেসে আছি।
অনন্তশয়ানছবি, দূরে দূরে বুদবুদের মতো
তারাগুলি ধরে আছে সাবেকযুগের কাতরতা।
বিশ্বাস? কোথায় তার বাসা ছিল ভেবেছ কখনো?
আঘাত কোথায়? সে কি ডমরুর মতো বেজে ওঠে?
তোমার মুখের ডৌল মাঝো মাঝে তবু মনে পড়ে
কালরাত্রে, প্রবাহণে, আগুনে না...
সহজ- শঙ্খ ঘোষ
আমিই সবার চেয়ে কম বুঝি, তাই
আচম্বিতে আমার বাঁ-পাশে এসে হেসে
পিঠ ছুঁয়ে চলে যাও;
'অত কি সহজ?' বল তুমি।
তার পর আমার কী বাকি থাকে? অপরাধ
আমার দু-পাশে কেন কাশফুল হয়ে ভরে ওঠে?
শরীরে শারদবেলা নত হয়ে নেমে আসে যেন-বা আমিই শস্যভূমি-
অত যে সহজ নয় মাঝে-মাঝে তাও ভুলে যা...
নিছক স্বপ্নে স্বপ্নে- সমীরণ ঘোষ
ঠিক এইখান থেকে শুরু করি খেলা
স্মৃতি থেকে উড়ে আসছে যে ঘাস
স্মৃতি থেকে ঝরে পড়ছে যে বরফ
আ-বুক শীতের মধ্যে দাঁড়িয়ে
তুমি চিনিয়ে দিলে কালোবিন্দুর স্বর্গহীনতা আমাদের
আমি শাদা চাদরের লম্বা ঝকঝকে ভোর
হাওয়া দিচ্ছে, মোচাফুলের মতো নড়ে উঠছে বিশ্বাস
মানুষের...
মায়া- শঙ্খ ঘোষ
নিঃসঙ্গ পাথরের গায়ে গড়িয়ে নামছে ক্ষীণ জলরেখা
তার অবলীলাক্রম দেখতে দেখতে মনে পড়ে
এ-রকমই হবার কথা ছিল
শূন্যে পাক খেতে খেতে ঝরে পড়ছে অনাথপাতা
তার উদাসীনতা দেখতে দেখতে মনে পড়ে
এ-রকমই হবার কথা ছিল
ঘাসের ওপর দিয়ে খরগোসের হালকা দৌড়
তার মসৃণতা দেখতে দেখতে মনে পড়ে
এ-রকমই হবার কথা ছিল
মাটি তার বুক পেতে সবই নেবে...
মীরাদি- বিজয়া মুখোপাধ্যায়
মীরাদি,
তুমি যদি সুন্দরী নও তো সে কে।
খাতা দেখছ বসে
শেষ বিকেলের রোদ দেয়ালে ছড়ানো
তোমার গালে গ্রিলের ছায়া পড়েছে
ইচ্ছে করছে
আমার হৃদয় বেটে মিশিয়ে দিই
ওই গালে
কপালে চিবুকে।
মীরাদি, তোমার
যেটুকু প্রকাশ্যে দেখি -
বিষাদের চন্দনে নিলীন,
আমাকে একান্তে বলো
অন্তরালে আরও কি সুগন্ধ আছে।
কার জন্য ব্রতবদ্ধ তুমি এতকাল
সে...
আজ- স্মরণজিৎ চক্রবর্তী
সারাদিন আজ বৃষ্টি আসুক পাখি
ভেজা গাছেদের ডানায় বসুক ঘুম
আমিও নাহয় তোমার দু চোখে রাখি
মেঘ জমা কোনও পাহাড়ের মরসুম
তুমিও কোথাও আলো ছায়া বেঁচে থাকো
মেঘ পিঠে নিয়ে আমিও বেরই ট্রাম
বড় গাছেদের গোপনে পালক রাখো
শহরে ওড়াও নরম গোলাপি খাম
সাদা কাগজের মনমরা আলো ভাসে
বুকের শহর বহুদিন ভাঙাচোরা
প্যাস্টেল...
অসমাপ্ত- স্মরণজিৎ চক্রবর্তী
অন্ধকারের আরেকটি নাম শব্দ
তোমার শহরে ভীড় করে আসে আয়না
ঝলসানো কিছু ট্রাম লাইন পড়ে থাকল
তোমার মতোন তারা কেউ উড়ে যায় না
গুমটিতে একা ক্লান্ত ভিখারী গান গায়
বৃষ্টি মাথায় রিক্সাওয়ালার চেষ্টা
থেকে আমি রোজ ভাত দিয়ে মালা গাঁথলাম
যদিও গল্পে মিল হচ্ছে না শেষটায়
বিচ্ছেদ জুড়ে সারা দিন জল ঝরছে
মেঘ...
তারে বলে দিও- মাহমুদুল হাসান
তারে বলে দিও,
ফুল, ফাঁসি কিংবা অস্ত্রের প্রয়োজন নেই,
সে যে আমারে নির্দয়ের মতো অচেনা করে দিলো,
সেই নিদারুণ সুখ- এক মৃতদেহ লুকিয়ে রেখেছে মনে...
Friday, 24 July 2020
ভালবাসা- তসলিমা নাসরিন
ভালবাসা পেলে কেবল বেগুন ভর্তা, দুটো লংকা চটকে ভাত
ফুটপাতে রাত
তবু অন্য এক আনন্দ হয় জেতার।
ভালবাসা পেলে
দু'আঙুলের ভেতর জীবন নিয়ে চমৎকার ফোঁকা যায়।
বুকের মধ্যে হায়!
বিনা তারে বেজে ওঠে অলৌকিক সেতা...