Monday 25 May 2020

খতিয়ান- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

ডেকে ওঠো যদি স্মৃতিভেজা ম্লান স্বরে
উড়াও যদি নিভৃতে রুমালখানা
পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে
আমারই কেবল থাকবে না পথ জানা

টোকা দিলে ঝরে পড়বে পুরোনো ধুলো
চোখের কোণায় জমা এক ফোঁটা জল
কার্পাশ কেটে বাতাসে ভাসবে তুলো
থাকবেনা শুধু নিবেদিত তরুতল
.
কবিতাংশ-

0 comments:

Post a Comment