Sunday 10 May 2020

তোমার মুখ- বীরেন্দ্র চট্টোপাধ্যায়

আমার হাতের ওপর তোমার মুখটি
তুলে ধরলাম -----
দেখলাম, আবেগে বোজা তোমার চোখ ।....
দেখা হ'লো না ।

কতকবার বললাম তোমার কানে ,
কানে কানে ;----
দেখলাম,রক্তলাজে ফিরিয়ে নেওয়া তোমার চোখ !....
দেখা হ'লো না ।

তোমার খোঁপা দিলাম খুলে,
জড়িয়ে নিলাম আমার মুখে,চোখে,বুকে ---
দেখলাম, পরসুখে দু-হাতে ঢাকা তোমার চোখ ।...
দেখা হ'লো না ।

যাবার সময়---
পার হয়ে যাচ্ছিলাম
একটি দুটি করে সব-কটি সিঁড়ি ।....
হঠাৎ ফিরে তাকালাম...
দেখলাম , চোখের জলে ভেজা তোমার চোখ !
দেখা হ'লো না !

0 comments:

Post a Comment