পৃথিবীতে যতগুলো মানুষ , সুখের ততগুলো সংজ্ঞা ।
Wednesday, 29 August 2018
Sunday, 12 August 2018
Breathe - Fleurie
I hear the sound, echoes beneath
Angels and skylines meet
And I'm straining to reach
The light on the surface,
light on the other side ...
- Breathe (Fleurie)
Tuesday, 31 July 2018
Saturday, 17 March 2018
The only truth is
The only truth is
"Everything is lie"
এই মাতাল হওয়া বাতাস
এই মাতাল হওয়া বাতাস,
এই আগুনে পোড়া ফাগুন
পাতা ঝরা নির্ঝরের দিন
এলোমেলো নিঝুম বিকেল
কারো না থাকার অভিজ্ঞান হয়ে থাকুক,
থাকুক বেঁচে থাকার স্মৃতিস্মারক হয়ে।
তবু সব কিছু অপচয় মনে হয়...
বিধাতা যখনই যা ভাবেন
বিধাতা যখনই যা ভাবেন,
তখনই তা কারো না কারো নিয়তি হয়ে যায়।
কিছু মানুষ কবিতা লেখেনা
কিছু মানুষ কবিতা লেখেনা,
নিজে হয়ে জন্মায়।
সবচেয়ে কঠিন মানুষের মন বোঝা
সবচেয়ে কঠিন মানুষের মন বোঝা।
যদি থাকে, তো।
পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই
পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই। কিন্তু সেই আপাতঃ অসম্ভব ব্যপারটা যদি ভাল কিছু হয় তবে হয়ত সম্ভব হবার সম্ভাবনা খুব কম। আর যদি খারাপ কিছু হয় তবে হাজার না চাইতেও সেটা হয়ে যাবে।
মানুষগুলো অদ্ভুত
মানুষগুলো অদ্ভুত,
মূল্য তো দেয়
তবে পাবার আগ পর্যন্ত
বা হারানোর পর।
Thursday, 15 March 2018
যার সিঁথির সিঁদুরে তোর নাম
যার সিঁথির সিঁদুরে শুধু তোর নাম
তাকে সিঁদুর পড়ায় অন্যজন...
এজন্মে সে তোর কপালে নেই,
তাইতো অন্য কারও জন্য
কপালে সিঁদুর ফোঁটা আঁকে।
Saturday, 10 February 2018
কবিতা- লুৎফর হাসান
কে দেবে তোমায় ভিড় ঠেলে এসে নতুন শুদ্ধ দিন
কার কাছে পাবে তোমার জন্য বুক ব্যথা চিনচিন।
কে দেবে তোমায় ঘুম ভাঙা নদী কথার কলস্বরে,
অবুঝ দুপুর দেবে কে তোমার মুঠোতে বন্দী করে।
আর কে দেবে রোদের মেয়ের আঁচলে রাখা ঘুম,
জোনাকির ঠোঁটে কে দেবে তোমায় সন্ধ্যাপাখির চুম।
কে দেবে বলো রাতের নিখাদ অন্ধকারের আলো,
জোছনার ঘ্রাণ পাবে আর কই মুছতে গিয়ে কালো।
আর কে আছে তোমাকেই দেবে জেগে থাকা সব বেলা,
ঘুমের ঘোরে কে দেবে তোমার খোয়াবের অবহেলা।
কে দেবে তোমার বিছানায় মেঘ চাদরে সমুদ্দুর,
মেঝেতে দেবে বালিয়াড়ি আর কে দেবে মাতাল সুর।
আর কে আছে তোমাকেই শুধু তোমাকেই যাবে লিখে,
সারা পৃথিবীর ফুল পাখি ফেলে তাকাবে তোমারই দিকে।
আর কে আছে যাকে দেবে তুমি দুঃখ রাশি রাশি,
কারো নেই শখ ছিঁড়ে যাওয়া ঠোঁটে বলবেই ভালোবাসি।
তবুও তুমি কী যে কারণে কোনদিকে যাও ভেসে,
বুঝলে না নারী অবেলার স্রোতে যাচ্ছো কোথায় হেসে।
এখনও তোমার মুখের রেখায় তাজা তাজা রোদ, জানো?
বেলা পড়ে গেলে রঙ থাকে না, এই সত্য মানো?
Monday, 15 January 2018
রাতভোরে বৃষ্টি- ওয়াসিকা নুযহাত
বৃষ্টির জলে তুমি এঁকেছিলে মুখ
লেখা আছে ডায়রীতে রুপোলী অক্ষরে
ছড়ানো গোলাপের পাঁপড়ি
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভোরে ;
সাদা মেঘ নিরুদ্দেশ ,আঁধার আকাশে
দমকা হাওয়ায় ছিল রিমঝিম সুর
সোদা মাটির ঘ্রাণ ,মাতাল চারপাশ
তুমি আমি একাকার ,হৃদয়ে ভাংচুর !!!
লেখা আছে সেই রাত রুপোলী অক্ষরে
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভোরে
Wasika Nuzhat
কথা ছিল বৃষ্টি নামলে শ্রাবণসন্ধ্যা গুলো প্রিয় কবিতা হবে
কথা ছিল বৃষ্টির এলে দুটি নিশ্বাসের শব্দ গভীর থেকে গভীরতর হবে
বারান্দায় ঝুলে থাকা বাগানবিলাসে ঝির ঝির বৃষ্টিতে ঝরবে মায়া
মাঝ রাত্তিরে বজ্রপাতের শব্দে একটি মুখ লুকাবে একটি বুকে
পরম বিশ্বাসে ....
কথা ছিল কদম ফুল , কথা ছিল হিজল বন
কথা ছিল হাতে হাত , কাছাকাছি দুটো মন .......
কথা ছিল ভালোবাসা , আজীবন পাশে থাকা
বৃষ্টিতে মুখোমুখি , চোখে চোখ রাখা