Khusrau asked him,
~‘Who are you? What are you making?’
-Farhād replied,
‘I am a lover. I am smelting my soul.’
~‘What is the mark of a lover?’
- ‘He knows to live and suffer.’
~‘What do such lovers really...
Saturday, 8 August 2020
Friday, 7 August 2020
অনুবাদ শায়েরী ১৪
প্রার্থনাতে সব পাওয়া যায় এমন অনেক শুনেছি
তাই খোদার কাছে প্রতিদিন তোমায় চেয়েও দেখেছি
কপট সুখ পেয়েছি আর দুঃখও তো পেয়েছি
শুধু তাকে কেন পাইনি যাকে এত করে চেয়েছি!
- রানা আকবারাবা...
Wednesday, 5 August 2020
অনুবাদ শায়েরী ১৩
হস্তরেখায় ভাগ্য দেখায় ভরসা কী গালিব!
ভাগ্য তো তারও থাকে যার হাতই নেই।
-মীর্জা গাল...
শীতকাল- অরণি বসু
বলব না বলব না করেও বলে ফেলি
তোমার চোখের নীচের কালো দাগ, বিরক্তি, উদ্বেগ আর
গড়িয়ে চলা মনখারাপের কথা।
বলে ফেলি কুয়াশামাখা ভোর আর অকালে বুড়িয়ে যাওয়া সুপর্ণার কথা।
শীতকাল আসছে।
(কবিতাংশ...
ভাষা- জয়াশিস ঘোষ
ঠিক তারপর তুমি ফোঁটা ফোঁটা ঝরবে। কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলবে,
" ঘরে পথে লোকালয়ে স্রোতে জনস্রোতে আমাকে কি
একাই খুঁজেছো তুমি? আমি বুঝি তোমাকে খুঁজিনি? "
খুঁজবো। নাভির পাশে ছোট্ট তিল। ঠিক তখনই বাঁ দিকের জানলায় হিমবাহ গলে যাবে। ডান দিকে ডেকে উঠবে বসন্তবৌরি। সরে যাবে জানলায়। কপট রাগে বলবে, ...
অবিস্মরণীয়াকে- অরণি বসু
কিছুই হয়না বলা, শুধু ছুটে আসি বারবার
বসে থাকি আর এলোমেলো কথা বলি,
*******
কত কি বলার ছিল, ভাবি একদিন ........
তোমার ওই স্তব্ধ চোখে বিস্ময় কিছুই নেই আর
তবু কাছে এসে বসে থাকি ভাবি,
তুমি কি ততটা দেবী , আমি যত পথের ভিখারী !
(কবিতাংশ...
Tuesday, 4 August 2020
দিনগুলো- স্মরণজিৎ চক্রবর্তী
শহর এখন বাষ্প দিয়ে মোড়া
কাচের গায়ে ভাপ লেগেছে ঠোঁটে
ট্রামের তারে নাচছে শালিখ জোড়া
তোর না-থাকা স্পষ্ট হয়ে ওঠে
কেউ থাকে না অন্ধকারের পাশে
জং-ধরা বাস একলা পড়ে ফোঁপায়
ট্রেন ধরে সব চলল বনবাসে
রাত্রিটুকু বকুল জড়ায় খোঁপায়
পথের দুপাশ জড়ায় শাড়ির পাড়ে
মেঘলা বিকেল থমকে আছে মনে
আজ কি কোথাও বৃষ্টি...
সিল্যুয়েট ৭- জয়াশিস ঘোষ
ফেরার সময় বৃষ্টি নামে। বুকের মধ্যে ব্যক্তিগত মূর্ছনা
তুমি পড়ে ফেলেছ পাশবালিশ? অলিখিত ঝরনা?
*****
আমাদের
চটিপথ পলি জমে গুহা হয়ে গেছে। তার মধ্যে
স্ফটিক খুঁজেছ তুমি, পীচরঙা বিকেলের জ্বর?
আমাদের ঠোঁট থেকে কথা তুলে নাও, ঈশ্বর...
(কবিতাং...
Monday, 3 August 2020
লুডো- জয়াশিস ঘোষ
১
কিছু একটা বলবে বলে
তুমি তার পেছনে ধাওয়া করেছ দূর
সে প্রতিটা বাঁক ঘোরার মুখে
তোমার দিকে তাকিয়ে হাসছে
ভ্রূ ভঙ্গিতে করছে ভাঙচুর
তুমি দৌড়াচ্ছ, ছুঁয়ে ফেলার আগেই
সে মোড় ঘুরছে, ভাঙছে ঢেউ
শেষ প্রান্তে এসে দেখলে
যে কথা বলবে বলে খুঁজেছিলে
তার বাড়ির দরজায় দাঁড়িয়ে
সে কথাটা বলে গেছে অন্য কেউ...
৪
হত্যাকারী...
বর্ষশেষ- অরণি বসু
আরো একটা বছর শেষ হয়ে গেলো।
বছরের প্রথম দিনে যে নীল সোয়েটারটা পরেছিলুম
বছরের শেষ দিনেও আমি সেটাই পরে আছি।
গায়ের রং হয়তো একটু উজ্জ্বল হয়েছে আমার, আর
কমে গেছে কোলাহলপ্রিয়তা।
অনেক অপছন্দের ব্যাপারও আমি এখন সহজে মেনে নিতে পারি,
একা একা রাস্তায় হাঁটার সময় আমি আর গান গাই না।
আরো একটা বছর কেটে গেলো, সারা বছরের
টুকরো...
সিল্যুয়েট ৩- জয়াশিস ঘোষ
এসব বর্ষাদিনে তুমি আমাকে ভেঙে দেবে। গোপনে
প্যান্ডোরার বাক্স খুলে উড়িয়ে দেবে রঙীন প্রজাপতি।
আমি কাঁদতেও পারবো না। কান্না শেখায়নি কেউ।
তবু আমার জানলা খুলে খুলে যায়। তুমি খুলে দাও
বেহেস্তের ক্লিপ। ভয় হয়, যদি এভাবেই বাঁধ ভেঙে যায়
যদি বুকে উঠে আসে বন্যার জল? তোমার জিভের নীচে
আমার অসমাপ্ত ঘরবাড়ি ভেসে আসে?...
মেঘ ডাকছে- শক্তি চট্টোপাধ্যায়
মেঘ ডাকছে ডাকুক
আমার কাছেই থাকুক
ভালো থাকবো, সুখে থাকবো-- এই বাসনা রাখুক।
কষ্ট হয়তো একটু হবে, এই তো ছিরির ঘর
আমার কাছে অল্প সময় বাইরে অতঃপর--
বৃষ্টি ভালো লাগছে যখন, পদ্মপাতায় রাখুক।
ওইটুকু তো মেয়ে
ছোট্ট আমার চেয়ে
এতোই যদি লজ্জা তাহার, দু হাতে মুখ ঢাকুক
আমার কাছে থাকুক, তবু আমার কাছে থাকুক...
Sunday, 2 August 2020
দায়মোচন- রবীন্দ্রনাথ ঠাকুর
চিরকাল রবে মোর প্রেমের কাঙাল,
এ কথা বলিতে চাও বোলো।
এই ক্ষণটুকু হোক সেই চিরকাল;
তার পরে যদি তুমি ভোলো
মনে করাব না আমি শপথ তোমার,
আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার,
যাবার সময় হলে যেয়ো সহজেই,
...
Saturday, 1 August 2020
কোথায় পাব তারে- কালকূট
'...একটা কথা জানতে ইচ্ছে করে ৷'
'বলো ৷'
'মনে থাকবে, আমাকে ?'
'থাকবে ৷'
'...তবে, আর একটা কথা ৷'
'... বলো ৷'
'মনে থাকুক না থাকুক, আমি বলি, একটু মনে রেখো ৷'...