Wednesday 12 August 2020

শোনো- কবিতা সিংহ

অমল,
এই নিরভিমান বিকালে একা
অবনত মস্তকে হেঁটে যাই
মাঝে মাঝে হাওয়া উড়িয়ে নিয়ে আসে পাতা
বসন্ত বৃক্ষের থেকে পরিত্যক্ত হলুদশটিত

এভাবেই ক্রমে ক্রমে বেশি করে পারি
যত জানি
যত কাছে সরে আসি তোমার সকাশে
অমল এই বৈশাখসন্ধ্যায়, সূর্যের মহিমা দেখে
মাথা শুধু নত হয় আসে।

অনুরাধা নক্ষত্রের জাতক ও তাঁর রনলেখাগুলি- বিশ্বজিৎ দেব


ক)
রেলব্রীজ হতে চেয়ে হাত পা ছুঁড়েছি আমিও, দুদিকে দোটানা। জীবন্ত ও শবের মাঝামাঝি চমকে উঠেছে নয়নতারার ঝিকি,একটি শুন্য পৃষ্ঠায় এসে আকাশ নেমেছে , মাটির যমজ-
একটি অসহায় হাতপাখা নিজে থেকেই নড়ে উঠেছে সামারের দীর্ঘ খুশিতে।
গান হয়ে বসে আছে একটি কাঠের হারমোনিয়াম।চারদিকে কি ভীষণ বিবাহতান্ডব!

খ)
চলো পালাই, শেষ ভূখণ্ডে যেখানে জমাট
বাঁধছে বরফ, জলের ব্যথার সাথে মিশে
যাচ্ছে মাটি। চলো তার প্রান্তিকে পা ঝুলিয়ে বসে মদ খেতে যাই, নীলের সফেন
থেকে ছেনে তুলি আকাশের ফাঁকি তারাদের নামে লিখে ফেলি
নভো সিরিয়াল,জঙ্গলে ঠাসা পৃথিবীর
ঘুনের কনসার্ট ....

গ)
আমাকে শায়িত রেখে সব বিচ্ছেদ জুড়ে দেবে বলে এভাবেই তৈরি হচ্ছে
টানা রেলব্রীজ,ঝমঝম অনুবাদ,আয়রনের ঘোর, মরচের সমুহ বিরাগ।
এসবই পূর্বসুচিত, দুদিকের বিপুল তফাত এঁকে রাখা জল, সাত সিঁড়ি সর্বনাম অস্থির ক্ষয়,আকাশ ডাকলে কবে দৌড়ে যাবে ব্ল্যাকহোল, আয় আয় খোঁকা
মাসিপিসি ঘুম!

ঘ)
কার যতিচিহ্ন অবধি আমিও লিখেছি তাঁর
রনলেখাগুলি, আমিও বেঁধেছি টানা ক্রেন
দুদিকের ভুল বোঝাবুঝি! তারাদের আলোকশুন্য রাতে কেউ জানতে পারেনা এই খুনোখুনি,লুটিয়ে পড়ার আগে কিরকম শ্বাস নিচ্ছে চিরপরাজিত ছৌ
কাঁপা কাঁপা রিখটার থেকে নেমে যাচ্ছে
হতাহত নক্ষত্রের ছাই....

ঙ)
এসবের থেকে দুরে
গ্রামের একমাত্র মানতের থানে লোকে জড়ো হয় এই বিস্ময়ে, স্তুপিকৃত জবামালা
ঘোর কৃষ্ণপক্ষ রাতে ঝরে পড়ে নিরক্ত রোশনাই!

Tuesday 11 August 2020

Monday 10 August 2020

কোথাও কেউ-তসলিমা নাসরিন

কোথাও না কোথাও বসে ভাবছো আমাকে, আমাকে খুব দেখতে ইচ্ছে করছে তোমার,
মনে মনে আমাকে দেখছো, কথা বলছো,
হাঁটছো আমার সঙ্গে, হাত ধরছো,
হাসছো।
এমন যখন ভাবি, এত একা আমি, আমার একা লাগে না,
ঘাসগুলোকে আগের চেয়ে আরও সবুজ লাগে,
গোলাপকে আরও লাল,
স্যাঁতস্যাঁতে দিনগুলোকেও মনে হয় ঝলমলে,
কোথাও না কোথাও আমার জন্য কেউ আছে
এই ভাবনাটি আমাকে নির্ভাবনা দেয়,
ঘোর কালো দিনগুলোয় আলো দেয়,
আর যখন ওপরে ওপরে দেখাই যে পায়ের তলায় খুব মাটি আছে,
আসলে নেই, আসলে পা তলিয়ে যাচ্ছে, তখন মাটি দেয়।
যখন মনে হয় ভীষণ এক ঝড়ো হাওয়ায় উল্টে যাচ্ছি, যেন একশ শকুন আমার দিকে উড়ে
আসছে, হিংস্র হিংস্র মানুষ দৌড়ে আসছে আমাকে খুবলে খাবে — অসহায় আমিটিকে
ভাবনাটি নিরাপত্তা দেয়।
কেউ ফিরে তাকায় না, কেউ স্পর্শ করে না, ভালোবাসে না
দেখেও আমি যে ভেঙে পড়ি না, আমি যে ভেসে যাই না, আমি যে কেঁদে ভাসাই না–
সে তো তোমার কারণেই, কোথাও না কোথাও তুমি আছো বলে।
আছো, কোথাও আছো
যে কোনওদিন আমি ইচ্ছে করলে তোমাকে পেতে পারি,
এই ভাবনাটি তোমার কাছ থেকে দূরে রাখতে পারছে আমাকে,
আমাকে বাঁচিয়ে রাখতে পারছে।

কাব্যগ্রন্থ ঃ কিছুক্ষণ থাকো

দ্বিধাগ্রস্ত অধিবাস- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

পলেস্তারা খ'সে পড়া এই ঘরের দেয়াল, এইসব আসবাব
                                    এতো পরিচিত কেন!

কোনোদিন কি এখানে ছিলাম কোনো জন্মে
আমার অস্তিত্বকে ভালোবেসে কারো বিনিদ্র রাত কেটে যেতো
ললাটে আমার চুম্বন এঁকে কারো শুরু হতো প্রথম সকাল।
কোনোদিন কি আমার না-থাকায় কেউ এসে ছড়াতো বিলাপ
                                        নিশব্দ বাতাসের মতো---

(কবিতাংশ)
৩১.০৭.৭৬ (রাত্রি) মিঠেখালি মোংলা

ব্যথা দাও, বুকে রাখবো- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


ব্যথা দাও, বুকে রাখবো
ব্যথার জন্যই তো হৃদয়
আঘাতে বুক ভাঙবে না
বুকে ব্যথা আছে ।

গলিত লাভাগুলো বেদনার
যেন ঘনীভূত পাথরের দেহ
আঘাতে পাথর কখনো গলে না
গলে না হৃদয় ।

পাহাড়ে ধস নামলে কখনো
মাটি অনায়াসে পেতে দেয় বুক ।
তুমি যাবতীয় দুঃখকে ছুঁড়ে দাও
আমি বুক পেতে নেবো
বুক ভাঙবে না ।

দুয়ার বন্ধ করলেই
আমি ফিরে যাবো নির্বিকার,
অস্বীকার করো মেনে নেবো ।

এলবামে স্মৃতি নেই বলে
আদৌ দুঃখ করি না,
সোনালি নিঃসঙ্গতায় আমার
বিচিত্র দুঃখের সমাবেশ সঞ্চয় - ।

ব্যথা দাও, বুকে রাখবো
ব্যথায় ভাঙবে না বুক
বুকে ব্যথা আছে ।

চলে যাওয়া মানে প্রস্থান নয় -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।

জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে।

প্রত্যাবর্তন- নির্মলেন্দু গুণ

যারা সমুদ্রের গর্জন থেকে মানুষের কান্নাকে পৃথক করতে পারে
তারাই শুনুক, আমি শুনতে চাই না ভেসে-আসা মহাসিন্ধুর গান।
যারা বৃষ্টিপাত থেকে মানুষের অশ্রুপাতকে পৃথক করতে পারে,
তারাই বৃষ্টির সৌন্দর্য দেখুক; তাদের স্বপ্নের মধ্যে বর্ষিত হোক
সুরাবৃষ্টি, তারাই কণ্ঠভরে পান করুক মদ। মাদকতার মধ্যে
আমি ভুলতে চাই না আমার বাস্তবতার দুঃখ।

যারা সুন্দরী নারীর সঙ্গে অভিনয় করতে পারে ভালোবাসার,
প্রলম্বিত হোক তাদের যৌবন। দীর্ঘস্থায়ী হোক তাদের সঙ্গম।
আমি আমার যৌবনকে গুটিয়ে নিয়েছি অভ্যন্তরে, রেশমের মতো।

(কবিতাংশ)

আসমানী প্রেম- নির্মলেন্দু গুণ

নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি !

জেনেও ভালোবেসেছিলাম তারে ,
ধৈর্য ধরে বিরহ ভার স'বো ;
দিনের আলোয় দেখাবো নিষ্প্রভ
জ্বলবো বলে রাতের অন্ধকারে ।

আমায় তুমি যতোই ঠেলো দূরে
মহাকাশের নিয়ম কোথায় যাবে ?
আমি ফিরে আসবো ঘুরে ঘুরে
গ্রহ হলে উপগ্রহে পাবে !

মাটি হলে পাবে শস্য- বীজে
বাতাস হলে পাবে আমায় ঝড়ে !
মৃত্যু হলে বুঝবে আমি কি যে ,
ছিলেম তোমার সারাজীবন ধরে !

Sunday 9 August 2020

নবধারা জলে ১- উৎপলকুমার বসু

মন মানে না বৃষ্টি হল এত
সমস্ত রাত ডুবো নদীর পাড়ে
আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল
স্পর্শ করি জলের অধিকারে।

এখন এক ঢেউ দোলানো ফুলে
ভাবনাহীন বৃত্ত ঘিরে রাখে--
স্রোতের মতো স্রোতস্বিনী তুমি
যা-কিছু টানো প্রবল দুর্বিপাকে

তাদের জয় শঙ্কাহীন এত,
মন মানে না সহজ কোনো জলে
চিরদিনের নদী চলুক, পাখি।
একটি নৌকো পারাপারের ছলে

(কবিতাংশ)

রৌদ্রে- বিনয় মজুমদার

পৃথিবীর কাজে ব্যস্ত, ভিজে মুখ দুপুরের ঘামে;
আকাশ রয়েছে ভ'রে নীল রৌদ্রে,
শরীরের দীপ্তি তার ক্লান্ত হয়ে আছে ৷
ক্লান্ত হয়ে অবসরে— ক্ষণিক বিশ্রামে
চেয়ে থাকে বহু দূরে— বহু দূরে ঘুরে আসে অলস মেঘের কাছে কাছে,
জেগে থাকা অবসরে নয়—
একদিন চুপি চুপি কাছে যদি যেতে পারি
                                         জ্যোৎস্নার নিচে তার ঘুমের সময় !

কােনোদিন বলেনি সে পৃথিবীর সেই মৃদু পুরাতন কথা৷
একটি মানুষ আর মানুষের জীবনের—হৃদয়ের অপরূপ পরিপূরকতা
মনে ক'রে কােনােদিন ডাকবে না সে কি কোনো
                               মানুষকে—নেবে নাকি বেছে?
হয়তো অনেক বার ডেকেছে স্বপ্নের মাঝে
কেবল ঘুমের ঘোরে ডাকে সে,ডেকেছে I
একদিন চুপি চুপি কাছে যদি যেতে পারি জেগে থাকা অবসরে নয়—
জ্যোৎস্নার নিচে তার ঘুমের সময়!

বিনয় মজুমদার- তরুণ বন্দোপাধ্যায়

************************
স্মৃতির মতো রহস্যময় তিনি,
বীজের মতো ব্যাকুল দুটি চোখ
মেলে অাছেন,সামনে পড়ে অাছে
কান্না,ধুলো,অাকাশ : বিশ্বলোক।

কত-কিছুই দেখে গেলেন তিনি
অবাক করার,স্তব্ধ করার মতো,
অন্যে পেল জ্বরে শীতল প্রলেপ,
তিনি পেলেন জীবন-ভরা ক্ষত !

জীবন সে তো মৃত্যুরই হাত ধরে
অনন্তকে স্পর্শ করে থাকা,
তবু অাকাশ,একটা কথা রাখো :
ফিরিয়ে দাও কবিকে তাঁর চাকা।

(কবিতাংশ)

Saturday 8 August 2020

প্রজাপতি- বিনয় মজুমদার

হয়তো আলোর ভয়ে হয়তো বা লাজে
পৃথিবীর কাছ থেকে, নিজের দু'চোখ থেকে নিজেকে বাঁচিয়ে
রেশমের প্রজাপতি কতোকাল একাএকা এখনো রয়েছে প'ড়ে রেশমের মাঝে।

দেখি আর কতো দিন ভাবি,
একদিন এই বেশ ছিঁড়ে ফেলবে সে,
খেলবে সে উদ্দাম আলোকের দেশে।
প্রতিদিন দেখি আর ভাবি,
লাল-নীল ফুলদের পরিবেশে পাখা মেলে প্রখর বাতাস খেয়ে দ্রুত নাচবে সে।

বহুদিন হলো সে তো ছাড়ে না এ-বাসা, আর
হয় না সে নিজে চমকিত।
অবরোধে থেকে থেকে প্রজাপতি অবশেষে ম'রে যায়নি তো!